ঐশ্বরিয়ার অনন্য উদ্যোগ

195
ছবি : সংগৃহিত

ঐশ্বরিয়া রাই বচ্চন, সৌন্দর্য আর মেধার দ্যুতিতে যে নামটি বিশ্বের বিনোদন জগতের এক অনন্য নাম। শুধু অভিনেত্রী হিসেবেই নয় , মানুষ হিসেবেও যে তিনি বড় মাপের তার প্রমান আবারো পাওয়া গেল। নিজের ৪৪তম জন্মদিনের উপহার হিসেবে এক বছরের জন্য এক হাজার শিশুকে খাওয়ানোর দায়িত্ব নিচ্ছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। ইসকন প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশনের মিড মে মিল প্রকল্পের আওতায় এই উপহার দিচ্ছেন তিনি।

জানা গেছে, অন্নমিত্র ফাউন্ডেশনের মিড ডে মিল প্রকল্পে এক হাজার শিশুর এক বছরের খাবারের জন্য অর্থ দেবেন ঐশ্বরিয়া। গত ১ নভেম্বর ৪৪ বছরে পা দেন তিনি।

এ বিষয়ে ইসকনের এক কর্মকর্তা জানান, অন্নমিত্র নামে ওই প্রকল্পে মুম্বাই এবং মুম্বাই সংলগ্ন এলাকার ৫০০ স্কুল এবং সমগ্র মহারাষ্ট্রের ২,০০০ স্কুলের পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়া হয়।

উল্লেখ্য, ২০০৪ সালে এই প্রকল্প শুরু হয়। প্রথমে ৯০০ শিশুর জন্য খাবার তৈরি হত। এখন দেশের সাতটি রাজ্যের ১২ লক্ষ পড়ুয়াকে পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়।

সূত্র: এবিপি