দীর্ঘদিনের পারিবারিক দূরুত্ব ঘুচালো শ্রীদেবীর মৃত্যু

587

বলিউডের বরেণ্য অভিনেত্রী শ্রীদেবী শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুবাইয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। শ্রীদেবীর প্রয়াণের পরে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে গেলেন অভিনেতা অর্জুন কাপুর। শ্রীদেবীর স্বামী বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রী মোনা শৌরি কাপুরের ছেলে।

শ্রীদেবীর সঙ্গে বিয়ের জন্যই বিচ্ছেদ হয়েছিল বনি এবং মোনার। বনি এবং মোনারও দু’টি সন্তান। অর্জুন কাপুর এবং অনশূলা কাপুর।

সৎমা শ্রীদেবীর সঙ্গে অর্জুন এবং তাঁর বোনের ‘তিক্ত’ সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে কম চর্চা হয়নি। শ্রীদেবীর মৃত্যুর পরে সম্পর্কের টানাপোড়েন দূরে সরিয়েই মুম্বাইতে, অনিল কাপুরের বাড়িতে চলে আসেন অর্জুন এবং তাঁর বোন অনশূলা। অনিল কাপুরের বাড়িতে কাপুর পরিবারের সবাই একত্রিত হয়েছেন। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবীও সেখানে রয়েছেন। তাঁদেরকে সমবেদনা জানাতেই চলে আসেন অর্জুন ও তাঁর বোন।

অতীতে তাঁদের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে এই অর্জুনই জানিয়েছিলেন, তাঁর সঙ্গে সৎ মা শ্রীদেবী বা তাঁর দুই বোন জাহ্নবী এবং খুশির সেভাবে কোনও যোগাযোগই নেই। সৎ মা এবং দুই বোন যে তাঁর কাছে বিশেষ কোনও অর্থ রাখেন না, সেটাও স্পষ্ট করে দিয়েছিলেন এই অভিনেতা। যদিও, অন্য একটি সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছিলেন, শ্রীদেবীর সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই ছিল। কারণ তাঁর বাবার জীবনের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের তিনি শ্রদ্ধা করবেন, এটাই প্রত্যাশিত। তবে, দু’পক্ষে যে প্রায় কোনও যোগাযোগ ছিল না তা স্পষ্ট করে দিয়েছিলেন অর্জুন।

উল্লেখ্য, বনি কাপুরের সঙ্গে শ্রীদেবী সম্পর্কের কথা জানার পর বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তাঁর প্রথমা স্ত্রী মোনা। আর তখন থেকে শ্রীদেবীকে ঘৃণা করতে শুরু করেন মোনার মা সত্যয়ী শৌরি। তাঁর মেয়ে মোনার সঙ্গে যেধরনের ঘটনা ঘটছে তা জেনে ভীষণ ক্ষুব্ধ ছিলেন তিনি । বনি কাপুর ও মোনা শৌরি কাপুরের ছেলে অর্জুন কাপুরের ভবিষ্যতের চিন্তা ছিল সত্যয়ী শৌরির।

এরই মধ্যে সংবাদ মাধ্যমে ফাঁস হয় শ্রীদেবী সন্তানসম্ভবা। যে খবর জানাজানি হতে বনি কাপুরের পরিবারে তোলপাড় শুরু হয়। জানা যায় একটা পার্টিতে সন্তানসম্ভবা শ্রীদেবীকে সামনে পেয়ে তাঁকে মারধর করেন বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুরের মা সত্যয়ী শৌরি।