‘শ্রেষ্ঠ অভিনেত্রী’র পুরস্কার পেলেন ববি | StarGolpo.com

1477

শ্রেষ্ঠ অভিনেত্রী’র অ্যাওয়ার্ড পেলেন ঢাকাই ছবির গ্ল্যামার গার্ল ইয়ামিন হক ববি। ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২১’এর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার এবার তার হাতেও উঠেছে। গতকাল শনিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিনেমায় অবদানের জন্য ইয়ামিন হক ববিকে সম্মাননা তুলে দেয়া হয়।

পুরস্কিত হয়ে উচ্ছ্বসিত ববি বলেন, ‘শারীরিক অসুস্থতার জন্য কিছু সময় মিডিয়ার আড়ালে ছিলাম। এখন সবার মাঝে এসে ভালো লাগছে আর যেকোনো কাজের জন্য স্বীকৃতি পেতে সবাই চায়। যেকোনো পুরস্কার বা সম্মান সেই কাজের প্রতি ভালোবাসা বা আরো বেশি পরিশ্রম করার ইচ্ছাটা বাড়িয়ে দেয়। এই পুরস্কার আমার অভিনয়ের প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দিয়েছে।

‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২১’ এর মিডিয়া পার্টনার ছিল ষ্টার গল্প। অনুষ্ঠানটি আয়োজন করে আমেরিকান অলাভজনক বাংলাদেশীদের সংগঠন সাউথ এশিয়ান এন্টারটেনমেন। আয়োজকদের পক্ষে কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন জানান, বিভিন্ন সেক্টরে অবদানের জন্য এই সম্মাননা দেয়া হয়েছে। যারা আইকনিক ব্যক্তিত্ব যোগ্যদের সম্মাননা দেয়া হয়েছে। বিশেষ করে যারা রেম্প মডেলিং এর সাথে যুক্ত তাদের এই অ্যাওয়ার্ড শো এর মাধমে সম্মাননা দেওয়াই ছিল এর মূল লক্ষ্য।

এছাড়াও সিনেমায় অবদানের জন্য ফেরদৌস, নিপুণ, ইমন ও সাইমনকে সম্মাননা দেওয়া হয়েছে। সংগীতে অবদানের জন্য আঁখি আলমগীর হাতে পুরস্কার দেওয়া হয়। এছাড়া মডেল হিসেবে সৈয়দ রুমা, লিয়ানা লিয়া, মারিয়া, রাজ, নিবির নাহিদ, আসিফকে সম্মাননা দেওয়া হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াৎ উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিসিএসিএল’এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স এর ভাইস প্রেসিডেন্ট (বাংলাদেশ চ্যাপ্টার) রাজু আলীমসহ অনেকে।

ইয়ামিন হক ববি ২০১০ সালে ‘খোঁজ- দ্যা সার্চ’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পন করেন ববি।তারপর একে একে ‘দেহরক্ষী’ ‘ফুল এন্ড ফাইনাল’ ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ ‘রাজত্ব’ ‘অ্যাকশন জেসমিন’ ‘হিরো-দ্যা সুপারস্টার ‘ ‘বিজলী’ ‘বেপরোয়া’ এবং ‘নোলক’ সিনেমা দিয়ে নিজের দক্ষতা এবং মেধার প্রমান দিয়েছেন তিনি। বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী।