গত শুক্রবার মুক্তি পায় কিং খানের বহুল প্রতীক্ষিত ছবি “যাব হ্যারি মেট সেজাল”। শাহরুখ খানের ছবি হিসেবে স্বাভাবিক ভাবেই প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। মুক্তির আগে ছবিটি বেশ ভালই প্রত্যাশা তৈরী করতে পেরেছিল। কিন্ত প্রথম দিনের আয় ছিল হতাশাজনক। আশা ছিল ছবিটি দ্বিতীয় দিনে আলোর মুখ দেখবে। কিন্ত তা আর হলো না। প্রথম দিনে ছবিটির আয় ছিল ১৫.৫০ কোটি টাকা যা কিং খানের গত পাঁচ বছরের ইতিহাসে ছিল সর্বনিন্ম আয় । কিন্ত দ্বিতীয় দিনে আয় বাড়ার বদলে ৫ শতাংশ কমে গেছে।
দ্বিতীয় দিনে ছবিটি ১৪.২৫ কোটি টাকা আয় করেছে। ছবিটির গান মুক্তির আগেই দর্শক মন জয় করে নিয়েছিল| কিং খানের সিনেমা বলেই হয়তোবা সবার আশা ছিল ছবিটি রেকর্ড ভঙ্গ করবে। বেশ কিছু জায়গায় খারাপ ব্যবসা করলেও ছবিটি মুম্বাই, দিল্লি আর ব্যাঙ্গালুরুতে ভালো ব্যবসা করেছে।
এ ছবিতে দেখা যায়, একদিকে জীবনের উপর বিরক্ত ট্যুর গাইড হ্যারি (শাহরুখ) আর অন্যদিকে হাস্যউজ্জ্বল গুজরাটি তরুণী সেজাল। এক মাসের ইউরোপ ট্যুরের পর দেশের ফেরার জন্যে এয়ারপোর্টে এসে সেজাল (অনুষ্কা) আবিষ্কার করেন যে তিনি তাঁর এনগেজমেন্টের আংটিই হারিয়ে ফেলেছেন! কিন্তু সেই আংটি ছাড়া তিনি দেশে ফিরতে নারাজ। অতএব ফের ট্যুর গাইড হ্যারিকে (শাহরুখ খান) সঙ্গী করে তিনি বেরিয়ে পড়েন আংটির খোঁজে।
ইমতিয়াজ আলির আগের ছবিগুলি যাঁরা দেখেছেন, তাঁদের কাছে হ্যারি ও সেজলের গল্প খুব নতুন কিছু মনে হবে না। কিন্তু শাহরুখ খান মানেই যেন বক্স অফিসে হিটের কানেকশন। প্রথম দিনের আয় ভালো না হলেও শাহরুখ প্রেমীরা আশা হারাচ্ছেন না । কিন্তু প্রথম দুই দিনের খারাপ আয়ের পর আলোর মুখ কি দেখবে “যাব হ্যারি মেট সেজাল”?