সালমান হত্যার উত্তরবিহীন কিছু প্রশ্ন

718

সালমান হত্যা মামলার অন্যতম আসামি  রুবি গতকাল ভাইরাল হওয়া ওই ভিডিও তে দাবি করেছিলেন যে, এই নায়ক আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে। প্রবাসী ওই নারীর মতে, সালমান হত্যার সঙ্গে নায়কের  স্ত্রী সামিরা, তার পরিবার ও রুবির স্বামী জড়িত।

কিন্তু সালমানের মা নীলা চৌধুরী ও তার স্বামী কমরউদ্দিন চৌধুরী তাদের ছেলের মৃত্যুর পরই ওই বাড়িতে গিয়ে কিছু আলামত দেখতে পান। যা দ্বারা তারা পরিষ্কার বুঝতে পারেন যে সালমান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নি বরং তাকে খুন করা হয়েছে। এ ব্যাপারে তারা বেশ কিছু আলামতও সংগ্রহও করেন। সাংবাদিক সুপন রায় সালমানের বাবা-মার সাথে কথা বলে ‘সালমান শাহ্‌’র অজানা কথা’ নামে একটি বই লেখেন। সেখানে অমর এ নায়কের বাবা-মা কমরউদ্দিন চৌধুরী এবং নীলা চৌধুরীর চোখে সালমান হত্যার কি কি আলামত পাওয়া গিয়েছিল তার বেশ সুনিপুন উল্লেখ আছে। সেই লেখাই নিম্নরুপে দেওয়া হল-

কমরউদ্দিন চৌধুরী এবং নীলা চৌধুরীর চোখে সালমান হত্যার আলামতঃ

১। সালমানের দেহ ঝুলন্ত অবস্থায় কেন প্রতিবেশী, বাবা-মা কিংবা পুলিশকে দেখানো হয়নি?

২। আবুলের উপস্থিতিতে কেন কাজের মহিলা ডলি বঁটি দিয়ে রশি কাটতে গেলো?

৩। কেন সালমানের জিহ্বা বের হয়নি?

৪। সারারাত ব্যবহারের পর কিভাবে সালমানের শর্টস নতুন ধবধবে হয়?

৫। আত্মহত্যার পরও কেন মলমূত্র কিংবা বীর্যপাত হয়নি?

৬। দড়িতে ঝুলে পড়ার অনেকক্ষণ পরও কিভাবে মানুষের প্রাণ থাকতে পারে?

৭। তবে কেন তাঁকে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি?

৮। কেন তাঁকে মেঝেতে রেখে পানি ঢালা, তেল মালিশ করা হয়েছিল?

৯। মৃত্যুর দিন ভোরবেলায় খালেক (সিকিউরিটি) কেন বড়ো বড়ো তিন-চারটে লাগেজ নিয়ে গেলো?

১০। মৃত্যুর আগের দিন রাতে ভাঙা ফ্যান এবং পরে উদ্ভারকৃত ভাঙা ফ্যানের রঙ এক নয়?

১১। ফোনের সাথের আনসারি মেশিনটি নেই কেন?

১২। মৃত্যুর দিন সকালে সালমানের বাবার সাথে তাঁকে দেখা করতে দেয়া হয়নি কেন?

১৩। কেন সালমানের বাবাকে (কামরুদ্দিন চৌধুরী) সেদিন (৬ সেপ্টেম্বর) অনুমতি নিয়ে ফ্ল্যাটে ঢুকতে হয়েছিল?

১৪। অনুরোধ সত্ত্বেও সামিরা কেন লাশের সাথে যায়নি?

১৫। সামিরার মা লুসি কেন মৃত্যুর দুদিন আগে ঢাকায় এসেছিল?

১৬। সালমানের সহকারী আবুল, কাজের মহিলা ডলি-মনোয়ারা কেন সামিরার বাবা-মার জিম্মায়?

১৭। সালমানের অসুস্থতার সময় একবারের জন্যেও সালমানকে সামিরার দেখতে না আসা।

১৮। মৃত্যুর পর স্যুটকেসে ভেজা কাপড়, খালি এ্যাম্পুল, সিরিঞ্জ প্রাপ্তি।

১৯। সালমানের ফ্ল্যাটে অসংখ্য তাবিজের, চিনি পড়ার উপস্থিতি যেগুলো সালমানকে বশীভূত করার কাজে ব্যবহৃত হয়েছে।

২০। সালমানকে অসংখ্য চিঠিতে সরাসরি হুমকি দিয়ে সামিরার লেখা চিঠি।

২১। সুমিতকে বিয়ে করার হুমকি দিয়ে সামিরার রটনা।

২২। রাতে কেন বাইরে থেকে সিটকানি আটকিয়ে ১/বি ফ্ল্যাটে সামিরা গিয়েছিল?

২৩। মৃতদেহকে মেঝেতে রেখে সামিরা-রুবির ফ্ল্যাটে গল্প।

২৪। ইতোপূর্বে স্বর্ণ চুরি কে করেছিল কাজের মহিলা কৃর্তক তাঁর স্বীকারোক্তি।

সুপন রায়ের এ লেখা থেকেই বোঝা যাচ্ছে যে সালমানের মৃত্যু একটি পরিকল্পিত খুন ছিল এবং খুনের পূর্ব প্রস্তুতির ব্যাপারে একটি স্পস্ট আভাসও পাওয়া যাচ্ছে।