নায়করাজ রাজ্জাককে আগামীকাল ২২ আগস্ট মঙ্গলবার দুপুরে বনানী কবরস্থানে দাফন করা হবে। তার আগে জোহর নামাজের পর গুলাশানে আজাদ মসজিদে তার জানাজা হবে। জানালেন নায়করাজ রাজ্জাকের ছেলে সম্রাট। তিনি এখন আছেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে।
সম্রাট আরও বলেন, ‘গুলশানে আজাদ মসজিদে নেওয়ার কারণ হলো, আব্বা সব সময় এই মসজিদে নামাজ পড়তেন।’
রাজ্জাককে গোসল করানোর ব্যাপারে তিনি বলেন যে, এখন ইউনাইটেড হাসপাতালে রাজ্জাককে গোসল করানো হচ্ছে। এরপর এই হাসপাতালের শবহিমাগারে তার মরদেহ রাখা হবে। সকালে এখান থেকে নিয়ে যাওয়া হবে ।
আজ ২১ আগস্ট সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ইউনাইটেড হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে হার্ট অ্যাটাক হওয়া অবস্থায় নায়করাজ রাজ্জাককে হাসপাতালে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হয়। ৬টা ১৩ মিনিটে তিনি মারা যান।
রাজ্জাকের মরদেহ যেই রুমে গোসলের জন্য প্রস্তুত করা হচ্ছে, সেই রুমের সামনে ছোট্ট একটু জায়গায় ভিড় করে আছে চলচ্চিত্র জগতের লোকজন। সবাই নির্বাক। পাশেই সোফায় বসে আছে নারীশিল্পীরা। অনেকেই কাঁদছেন। সবার চোখে পানি। চলচ্চিত্রের মাথার উপরের বটবৃক্ষের একটি বড় ছায়া আজ সরে গেল।