‘ঢাকা অ্যাটাক’ থেকে ‘ঢাকা ডিটেক্টিভ সিরিজ’

163
ছবি: সংগৃহীত

‘ঢাকা অ্যাটাক’-এর কাহিনি লিখেছিলেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। সিনেমাটি ব্লকবাস্টার হওয়ায় কাহিনি লিখার দরুন বেশ খ্যাতি পেয়েছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। তবে এবার তিনি আসছেন বড়সড় চমক নিয়ে। এবার সানীর গল্প থেকে নির্মিত হবে গোয়েন্দা সিরিজ ও সিনেমা।

হ্যা, ঠিক এমনটাই জানিয়েছেন তিনি। ফেসবুকে এক ঘোষণায় এ কথা জানালেন সানী।

সানী জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কিছু চমকপ্রদ কাহিনির উপর ভিত্তি করে রচনা করেছেন ‘ঢাকা ডিটেক্টিভ সিরিজ’। সেই কাহিনি অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিরিজ ও সিনেমা। সিরিজটি প্রচার হবে টেলিভিশন ও ওয়েবে।

তবে সানী এখনই বিস্তারিত জানান নি। তিনি বলেন, ‘শুভানুধ্যায়ীদের সমর্থন এবং ভালোবাসার উপর ভর করে বিস্তারিত ঘোষণা আসছে শীঘ্রই।’

এদিকে সানীর গল্পে নির্মিত ‘ঢাকা অ্যাটাক’ এখনো দেশে-বিদেশে প্রদর্শিত হচ্ছে। দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমাটি অভিনয় করেছিলেন আরিফিন শুভ ও মাহি। সম্প্রতি দীপন নতুন সিনেমা ‘ডু অর ডাই’-এর ঘোষণা দিয়েছেন। এ সিনেমার গল্প আবর্তিত হবে মুক্তিযুদ্ধকালীন বিমান বাহিনী নিয়ে। সব মিলিয়ে নতুন নতুন আইডিয়া নিয়ে তৎপর রয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ টিম।

‘ঢাকা অ্যাটাক’-এর মাধ্যমে সানী তার প্রতিভার পরিচয় দিয়েছেন। আশা করা যায় গোয়েন্দা সিরিজের মাধ্যমে জমজমাট নতুন কিছু পাওয়া যাবে।