কলকাতার সন্দীপ রায় স্মৃতিচারণ করলেন নায়করাজের

312

বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদিন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের স্মৃতিচারণ করলেন ভারতের কিংবদন্তি নির্মাতা ও লেখক সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়। ‘ফেলুদা’-খ্যাত নির্মাতা সন্দীপ রায় বাংলাদেশে এসেছেন মঙ্গলবার। বুধবার দুপুরে রাজধানীর পাঁচতারা হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মলনে যোগ দেন। সেখানে বক্তব্যের শুরুতেই নায়করাজকে নিয়ে স্মৃতিচারণ করেন সন্দীপ রায়।

সংবাদ সম্মলনে সন্দীপ রায় বলছিলেন, ‘কালকে (মঙ্গলবার) আমি ও আমার স্ত্রী যখন ঢাকায় এসে পৌঁছালাম— রাজ্জাক সাহেবের মৃত্যুর থবর পেলাম, আমার অত্যন্ত মন খারাপ হয়ে গেল। ৭০ দশকে বাংলাদেশ থেকে একটা টিম কলকাতায় গিয়েছিল সেই টিমে কারা ছিলেন অনেক নাম মনে পড়ে না। কিন্তু ওই টিমে রাজ্জাক সাহেব ছিলেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের বাড়িতে এক রাতে ভোজ ছিল। সেই ভোজে পুরো টিমকে ইনভাইট করা হয়েছিল। ওইদিনই রাজ্জাক সাহেবকে প্রথম দেখি। খুব অল্প সময়ের মধ্যে রাজ্জাক সাহেব সবার মন জয় করে নিয়েছিলেন। অদ্ভুত ও আড্ডাবাজ লোক। আমি বাবার সহকারী হিসেবে ছবি তুলছিলাম। তার আত্মার শান্তি কামনা করছি।’

বাংলাদেশে শাহরিয়ার শাকিলের পরিচালনায় ‘ফেলুদা’কে নিয়ে টিভি সিরিজ নির্মিত হচ্ছে। ঈদুল আজহায় চ্যানেল আইতে প্রচার হবে এই সিরিজ। এই উপলক্ষেই বাংলাদেশে এসেছেন সন্দীপ রায়। তার স্মৃতিচারণ  মুলক কথায় নায়করাজের আগের দিন গুলির ওই মুহুর্তগুলো জীবন্ত হয়ে ফুটে উঠেছিল।