এবার অন্যদের উদ্দেশ্য করে বুবলির নতুন স্ট্যটাস!

893

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা বুবলি গত শনিবার সন্ধায় তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি ক্ষিপ্ত হয়ে নাম উল্লেখ না করে একজনকে ‘ছোটলোক’ বলে দাবি করেন। কিন্তু সেই কথাটি তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা নিয়ে তৈরি হয়েছে অনেকগুলো মতবাদ।

এবার সেই মতবাদ গুলোকে কেন্দ্র করে বুবলি রবিবার আরেকটি স্ট্যটাস দেন। সেখানেও তিনি উল্লেখ করেন নি আগের স্ট্যটাসটি কাকে উদ্দেশ্য করে বলা ছিল। সেখানে তিনি বলেছেন –

‘আমি আমার একটি স্ট্যাটাসে কোন নাম প্রকাশ না করে আমার কিছু কথা লিখেছি, স্বাধীন দেশের স্বাধীন মানুষ হয়ে আমরা আমাদের অনুভূতি প্রকাশ করতেই পারি কিন্তু মজার ব্যাপার হচ্ছে অনেকেই কার বা কাদের উদ্দেশ্যে লেখা তাতে নিজেরাই অনেকের নাম বসিয়ে নিচ্ছেন, তার মানে আপনারাও অনেকে অবগত কে বা কারা আমাকে নিয়ে এমন করছে … নাহলে এভাবে নিজেদের দ্বায়িত্বে বলছেন কিভাবে ??’

স্ক্রীনশটটি বুবলির ফেসবুক থেকে সংগৃহীত।

বুবলির স্ট্যটাস নিয়ে যারা বুবলির বিরুদ্ধে কথা বলেছেন তাদের উদ্দেশ্যে বুবলি স্ট্যটাসটিতে আরো বলেন, ‘আবার এও ইঙ্গিত দিচ্ছেন যারা পড়ালেখা করেছেন তাদের এসব ব্যাপারে চুপ থাকা উচিত, এড়িয়ে যাওয়া উচিত, পাত্তা না দেওয়া উচিত, তার মানে যারা পড়ালেখা করেছে এই দলের এরা চুপ থাকবে ,সম্মান আর ভদ্রতা দেখিয়েও বার বার বেয়াদবি পাবে?’
আর অন্য দলের এরা এসব করেই যাবে?
মানে কিছু মানুষের এখনও কি অদ্ভুত দৃষ্টিভঙ্গি !!’

বুবলির দেওয়া এই স্ট্যটাস নিয়ে এখনো কারো কাছ থেকে তেমন কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।