সবার আগে পাশে দাঁড়িয়েছেন শাকিব খান

4279

আজ সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বাংলার কিংবদন্তী নায়ক নায়করাজ রাজ্জাক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে রাজ্জাক স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।

নায়করাজের মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র পরিবার। নায়ক রাজের মৃত্যুর খবর পেয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে গেছেন নায়ক শাকিব খান।

শাকিব খান এসেই সেখানে কান্নায় ভেঙ্গে পড়েন। তার সান্তনার কোন ভাষা কারো জানা নেই। শাকিব খানের সিনেমা জগতের শুরু থেকে আজ পর্যন্ত রাজ্জাক ছিলেন তার বাবার মত। অনেক প্রতিকূল পরিস্থিতিতে রাজ্জাক তার পাশে ছিলেন। সেই মানুষের এমন বিদায় কিছুতেই মানতে পারছিলেন না তিনি।

শাকিব খান বলেন, ‘আমরা একটি অবিভাবক হারালাম। আমাদের এই ক্ষতি আগামী ১’শ বছরেও পূরণ হবার না। আমি ওনার আত্ত্বার মাগফিরাত কামনা করি’।

শাকিব খানের মত সারা বাংলার মানুষ মানতে পারছে না নায়করাজ রাজ্জাকের এমন বিদায়। তিনি না ফেরার দেশে চলে গেলেও ভক্তদের হ্রিদয়ে বেচে থাকবেন সারাজীবন।