যেভাবে শুরু হলো দেবকে সাথে নিয়ে কবিরের যাত্রা: জানালেন পরিচালক!

334
ছবি সংগৃহীত

আগামী ১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে দেবের নতুন সিনেমা ‘কবীর’। ছবিটি পরিচালনা করেছেন অনিকেত চট্টোপাধ্যায়। এক মাসের কম সময় আছে হাতে। এরই মাঝে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার এবং গান। প্রচারে কোন দিক দিয়ে কমতি রাখছেননা দেব। কিভাবে শুরু হলো দেবকে সাথে নিয়ে কবিরের জার্নি? জানালেন পরিচালক নিজেই।

অনিকেত বলেন “দেবের সঙ্গে তো আমার কোনও রকম আলাপই ছিল না। হয়তো কোনও পার্টিতে এক-দু’বার মুখোমুখি হয়ে গিয়েছিলাম, ব্যস ওই পর্যন্তই। অনেকদিন ধরে আমি বিনয়-বাদল-দীনেশ নিয়ে এক স্ক্রিপ্ট লিখছি। তবে প্রযোজক পাচ্ছিলাম না। আমাদের এক কমন বন্ধু দেবের কাছে খবরটা পৌঁছে দেয়। তখন দেব আমায় ডেকে বলে ও প্রডিউস করতে চায় ছবিটা।”

তিনি আরো জানালেন দেব আগে একটি কমেডি সিনেমা করতে চাইছিলেন। কমেডির স্ক্রিপ্টও তৈরী ছিল। তবে ‘কবীর’এর স্ক্রিপ্টও রেডি থাকায় একদিন দেবকে কবির সিনেমার গল্প বলেন অনিকেত। এ সম্পর্কে অনিকেত জানান ‘ কমেডি ছবির প্রি-প্রোডাকশন নিয়ে যেদিন প্রথম বসার কথা ছিল, সেদিনই স্ক্রিপ্টটা শোনাই। শুনে ও বলেছি, ‘এটাই আগে করি। তারপর কমেডি’! ‘কবীর’এর স্ক্রিপ্ট নিয়ে আমি এর আগে বেশ কিছু জায়গায় ঘুরেছিলাম। এত বাজেট শুনে লোকে পিছিয়ে যাচ্ছিল। মুম্বই স্টেশনে শ্যুট, ব্লাস্ট— বুঝতেই পারছেন এত খরচের ব্যাপার শুনে সবাই ঘাবড়ে যাচ্ছিল। তাই দেব ছবিটা করতে চাওয়ায় ভালই হল। পুরো বাজেটটা পেয়ে গেলাম।’

কেমন হয়েছিল শুটিং? এ প্রশ্নের জবাবে তিনি জানালেন ‘ট্রেনের মধ্যে টানা ৫৭ ঘণ্টা কাজ। রিয়েল টাইমে শ্যুট করতে করতে গিয়েছি। সারাদিন শ্যুট, মাঝে একটু বিরতি, ভোরবেলা আবার শ্যুট। কেউ ওই ট্রেনে থাকলে বুঝতেই পারত না সেখানে একজন সুপারস্টার রয়েছে। নাওয়া-খাওয়া ভুলে কাজ করে গিয়েছে ওরা!’