এবার বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি শাকিব-দেব! StarGolpo.com

1262
ছবি সংগৃহীত

আসছে পহেলা বৈশাখ উপলক্ষে ১৩ই এপ্রিল মুক্তি কলকাতায় পাচ্ছে শাকিব খানের ‘চালবাজ’। একই দিনে টলিউডে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার দেবের নতুন প্রজেক্ট ‘কবির’। দুই বাংলার বড় দুই সুপারস্টার তাই এবার প্রথমবারের মত লিপ্ত হবে বক্স অফিসে মুখোমুখি সংঘর্ষে । দুটি সিনেমার একটিও বাংলাদেশে মুক্তি না পাওয়ায় দুই বড় তারকার লড়াই উপভোগ করবেন কেবল কলকাতার দর্শকরা।

ইতিমধ্যে কলকাতায় দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন ঢালিউড কিং শাকিব খান। বর্তমানে কলকাতার শীর্ষস্থানীয় কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করছে। সেখানে চিত্রপরিচালক এবং অভিনয় শিল্পীরাও শাকিবের ব্যাপারে বেশ আন্তরিক। গত কয়েক বছরে বেশ কয়েকটি বক্স অফিস হিট ছবি উপহার দিয়ে শাকিব আছেন ফর্মের তুঙ্গে। অপরদিকে কলকাতায় নিজেকে নতুন করে চিনিয়েছেন সুপারস্টার দেব। চাঁদের পাহাড় , আমাজন অভিযানের মতো সিনেমায় অভিনয় করে বক্স অফিস সফলতার পাশাপাশি কুড়িয়েছেন অভিনয় প্রশংসা।

শাকিব খানের ‘চালবাজ’ ছবিতে নায়িকা হিসেবে থাকছে শুভশ্রী বিপরীতে দেব-এর ‘কবীর’ ছবিতে নায়িকা হিসেবে থাকছেন রুক্মিনী। কলকাতার নায়িকাদের মধ্য বেশ জনপ্রিয় নাম শুভশ্রী। সদ্য বাগদান সম্পন্ন করা এ নায়িকার বিশাল ফ্যান বেজ রয়েছে টালিগঞ্জে। অপরদিকে পিছিয়ে নেই রুক্মিনীও। ইতিমধ্যে দেবের সাথে বেশ কয়েকটি ছবিতে কাজ করে সফলতা পেয়েছেন এই অভিনেত্রী। তুই নায়িকার লড়াইয়ে তাই এবার কে এগিয়ে থাকছে তও দেখার বিষয়।

দুটি সিনেমার পরিচালক হয়ে লড়াই করবেন চালবাজের জয়দেব মুখার্জি এবং কবিরের অনিকেত চট্টপাধ্যায়। সেই সাথে উঠে আসছে আরো দুই বিগ নেম, দেব এন্টারটেইনম্যান্ট ভ্যানচারের বিপরীতে থাকছে এসকে মুভিজ। বোঝাই যাচ্ছে দুটি বড় প্রযোজনা সংস্থার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এবার যদি দুটি সিনেমার গল্পের দিকে তাকাই তবে দেখতে পাবো সম্পূর্ণ ভিন্নধর্মী দুটি গল্পর স্বাদ পেতে যাচ্ছেন দর্শকরা। নাচে-গানে ভরপূর রোমান্টিক-কমেডি-অ্যাকশন নির্ভর কমার্শিয়াল ছবি শাকিব খানের ‘চালবাজ’। অন্যদিকে ‘কবীর’ একটি থ্রিলারধর্মী সিনেমা। যেখানে সন্ত্রাস-জিহাদ-বোম্ব ব্লাস্ট ইত্যাদিই সিনেমার প্রতিপাদ্য বিষয়। সেক্ষেত্রে বলা যায় একটু সেফ সাইডে আছেন শাকিব। কারণ কমার্শিয়াল ঘরনার সিনেমাগুলিতে সকল শ্রেণীর দর্শকদের সংযুক্ত করা যায় সহজেই। যেখানে একটু ভিন্নধর্মী গল্প নিয়ে দর্শকদের নতুন স্বাদে আকৃষ্ট করবে কবির।

কলকাতায় জনপ্রিয়তার কথা বিবেচনা করলে দেব-এর ’কবীর’ সব দিক দিয়ে এগিয়ে থাকছে। তবে চরিত্রের ক্ষেত্রে ‘চালবাজ’-এর সমৃদ্ধতা ’কবীর’-এর চেয়ে ঢের বেশি। কেননা শুভশ্রী, রজতাভ, খরাজ ইত্যাদি অভিনেতাদের আলাদা একশ্রেণীর দর্শক ভালবাসে, যেটা ‘কবীর’ ক্ষেত্রে বিরল। তবে আসল লড়াই হবে ১৩ এপ্রিল ২০১৮। আপাতত ফেসবুকে শাকিব ও দেব ভক্তরা দুই তারকার লড়াই নিয়ে সরগরম করে তুললেও ছবি দুটির মুক্তির পর বলা যাবে কোন সিনেমাটি জয় করেছে দর্শকদের আস্থা।