ক্ষেপেছেন শাকিব, এবার শাকিব-আজিজের নতুন সংগঠন

949

শনিবার রাতে ওমর সানীর রেস্টুরেন্ট মেরি মন্টানায় শনিবার রাতের খাবার খান শাকিব খান। সাথে ছিলেন চলচ্চিত্র প্রযোজক আব্দুল আজিজ, ইকবাল, নায়িকা মিম, খল অভিনেতা নানা শাহ্‌, কমল প্রমুখ। তখন একে প্রীতিভোজ হিসেবে ধরে নিলেও শোনা যাচ্ছে ভিন্ন কথা। শাকিব খান সবাইকে নিয়ে নতুন এক বা একাধিক সংগঠনের জন্ম দিতে চান।

সোনারগাঁও হোটেলে রোববার রাতে ‘বেপোরায়া’র মহরত অনুষ্ঠানে যান শাকিব। সাধারণত শাকিবকে নিজের ছবি ছাড়া অন্য কারও সিনেমার মহরত অনুষ্ঠানে খুব একটা দেখা যায় না। ফলে জাজের অনুষ্ঠানে শাকিবের উপস্থিতি ভিন্ন ইঙ্গিত দেয়! শুধু তা-ই নয়, অনুষ্ঠান শেষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, প্রযোজক নাসির উদ্দিন দিলুসহ আরও অনেকের সঙ্গে একান্ত মিটিংয়েও অংশ নেন। এ মিটিংয়ে চিত্রনায়িকা ববি, প্রযোজক ইকবাল, কাজী হায়াৎ, শিবা শানু, নাদের চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চলচ্চিত্র পরিবার শাকিব খানকে কয়েকমাস ধরে বয়কট করছে। তার অভিনীত ‘রংবাজ’-এর পর ‘আমি নেতা হবো’ ছবির সেটে দুদফা কাজ করতে বাধা দেওয়া হয়। এছাড়া তার সাথে অভিনয় করায় শিল্পীদের নানাভাবে শোকজ, হয়রানি করায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন। তাই এ উদ্যোগ।

তবে ওমর সানী জোরালো গলায় বলেন, ‘এটি শুধুমাত্র গেট টুগেদার পার্টি ছিল। আর কিছু ভাবার অবকাশ নেই।’

সোনারগাঁওয়ের মিটিংয়ে উপস্থিত কাজী হায়াত বলেন, ‘নতুন সংগঠনের ব্যাপারে আমিও শুনেছি। এখানে কে বা কারা করছে সেটা আমি জানি না।’

তিনি আরো বলেন, ‘যখন কোনো সংগঠন এক বা একাধিক ব্যক্তিকে নিষিদ্ধ করে, অবাঞ্ছিত করে তখন নিজস্ব নিরাপত্তার স্বার্থেই তারা একতাবদ্ধ হয়।’

তবে একটি সূত্র বলছে, সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার অফিসে এ নিয়ে আরেকটি মিটিং হবে। সবকিছু ঠিকঠাক হলে ১০ বা ১২ সেপ্টেম্বর নতুন সংগঠনের নাম ঘোষণা হবে।

জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘শাকিবসহ অন্যান্যদের সাথে এটি আমাদের একান্ত মিটিং ছিল। আর সংগঠনের ব্যাপারটি অনিশ্চিত। হলে সংবাদ সম্মেলন করে জানাবো।’