জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের দীর্ঘ ৯ বছর ফের পর্দায় ছবি আসতে চলেছে, তাই স্বাভবিকভাবেই এ ছবি নিয়ে সবার বাড়তি আগ্রহ আর আকাঙ্ক্ষা রয়েছে।

ছবির শুটিং অনেক আগেই শেষ। গেল বছরের (২০১৭) শেষ মাসে ছবিটি দর্শকদের কাছে পৌঁছানোর কথা ছিল। পরে নির্মাতা জানালেন, নতুন বছরের (২০১৮) ফেব্রুয়ারিতে ভালোবাসার উৎসবে ছাড়বেন ‘স্বপ্নজাল’। কিন্তু বিধি বাম। সেটিও হলো না যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি কেন্দ্রিক জটিলতায়।

তবে গেল বছর ৩০ ডিসেম্বর প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার। ছবির ট্রেলার দেখে প্রায় সকলেই মুগ্ধ হয়েছেন। অন্যদিকে বার বার মুক্তির সম্ভাবনা ফিকে হওয়ায় তৈরি হলো শঙ্কাও।

গিয়াস উদ্দিন সেলিম জানান, ‘ছবিটি মুক্তির বিষয়ে শঙ্কার কিছু নেই। ২৫ ফেব্রুয়ারি ছবিটি দেখবেন সেন্সরবোর্ডের সদস্যরা। আশা করছি আনকাট ছাড়পত্র পাবো। এরপরই মূলত মুক্তির তারিখ নিয়ে চূড়ান্ত হতে পারবো। এরমধ্যে প্রযোজক-পরিবেশক সমিতি থেকে আমাদের পছন্দসই তারিখ পাওয়ার বিষয়টাও জড়িত। দেখা যাক কী হয়।’

‘স্বপ্নজাল’ মুক্তির বিষয়ে সেলিম বলেন, ‘আসলে আমার সামনে দুটি তারিখ আছে এখন। হয় ৩০ মার্চ, নয় ৬ এপ্রিল। এর পরে যেতে চাই না, আগেও পারছি না। কারণ ছবি মুক্তির সঙ্গে সামাজিক, রাজনৈতিক আর অর্থনৈতিক পরিবেশটাও জড়িত। সব মিলিয়ে এই দুই তারিখের মধ্যেই আমাকে লক হতে হবে।’

বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের বেঙ্গল বারতার যৌথ প্রযোজনার এই ছবিতে অপু চরিত্রে ইয়াশ রোহান এবং শুভ্রার ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। এছাড়াও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।

২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে এর শুটিং শুরু হয়। এরপর কাজ হয়েছে কলকাতায়। গল্পের প্রয়োজনে ছবিটিতে অভিনয় করেছেন ওপার বাংলার বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও।

২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পায় গিয়াস উদ্দিন সেলিমের প্রথম ছবি ‘মনপুরা’। ছবিটির কাহিনি ও চিত্রনাট্য সেলিম খোদ নিজেই লিখেছেন।