জাকজমকপূর্ণ সন্ধ্যায় ‘গহীন বালুচর’ এর অডিও অ্যালবাম প্রকাশ

291
সংগৃহীত।

খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানে নির্মিত ‘গহীন বালুচর’ সিনেমাটি। বদরুল আনাম সৌদ পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাবে ২০ অক্টোবর। সিনেমা মুক্তির আগে শনিবার সন্ধ্যায় জি সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে সিনেমাটির গানের অডিও অ্যালবাম।

সিনেমাটির কলকুশলী ও নির্মাতার শুভাকাঙ্ক্ষিদের উপস্থিতিতে রাজধানীর বেইলি রোডের ক্যাফে থার্টি-থ্রি রেস্তোরাঁয় অ্যালবাম প্রকাশনা উৎসবে কাটে ‘গহীন বালুচর’ এর এক সঙ্গীতময় সন্ধ্যা।
জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তাফার উপস্থাপনায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন ছবিটির নির্মাতা বদরুল আনাম সৌদ, অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, জিতু আহসান, বন্যা মির্জা, শাহাদাত, কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি, লিজা, চন্দন সিনহা, ফাহিমা নাসরিন, ঐশী, জয়িতা প্রমুখ।
নতুন এ সিনেমা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাতে উপস্থিত হন বরেণ্য অভিনেতা ড. ইনামুল হক, অভিনেত্রী ওয়াহিদা মল্লিকা জলি, চিত্রলেখা গুহ, নিমা রহমান, তৌকির আহমেদসহ অনেকে। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

সুবর্ণা মুস্তাফা বলেন, ‘চমৎকার গল্পে নির্মিত হয়েছে গহীন বালুচর ছবিটি। এর প্রতিটি গান গল্পকে এগিয়ে নিয়ে যায়। আর গানগুলোতে ইমন সাহা এমন কয়েকটি অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছে, যেগুলো শুনতে সবারই ভালো লাগবে।’

তিনি আরো বলেন, ‘এ ছবিতে ব্যবহৃত গানের মধ্য দিয়ে অনেকদিন পর আমি কোনো গানে এস্রাজ শুনলাম। আরেকটি গানে ইমন এত সুন্দর ল্যাতিন আমেরিকান ফ্লুটের সঙ্গে দোতারার ব্যবহার করেছে যে, শুধু মুগ্ধ হয়ে শুনতে ইচ্ছে করে। সব মিলিয়ে গহীন বালুচর-এর অরজিনাল সাউন্ডট্র্যাক কমপ্লিট একটি ফিউশন অব ইস্ট অ্যান্ড ওয়েস্ট।’

‘গহীন বালুচর’ সিনেমার নির্মাতা বদরুল আনাম সৌদ বলেন, ‘একটি চর জাগার গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটির গল্প এগিয়েছে। পরবর্তীতে এখানেই আমরা একটি প্রেমের গল্প খুঁজে পাই। খুব রোমান্টিক একটা গল্পের ছবি গহীন বালুচর।’

সুবর্না মোস্তফা ও অনিমেষ আইচ/ সংগৃহীত।

তিনি আরো বলেন, ‘ছবির গানগুলো খুবই সুন্দর। আমি নিশ্চিত দর্শক-শ্রোতাদের মনে ঢেউ জাগাবে, ভিন্ন এক ভালো লাগায় মুগ্ধ করবে। গানের চিত্রায়নেও ভিন্নতা আনার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।’

জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকির আহমেদ বলেন, ‘বদরুল আনাম সৌদ আমার বন্ধু। গহীন বালুচর তার প্রথম চলচ্চিত্র। গল্পটির ভাবনা সুন্দর বলেই শুরু থেকেই কাজটির সঙ্গে রয়েছি। একটি জনপদের মানুষের জীবনছবি চিত্রায়িত হয়েছে এ ছবিতে। এতে প্রেম আছে, কষ্ট আছে, আছে জীবনের গল্প। সৌদ অনেক গুণী নির্মাতা, নিশ্চয়ই ছবিটি সবার ভালো লাগবে।’

সুবর্না মোস্তফা ও বদরুল আনাম সৌদ/ সংগৃহীত।

‘গহীন বালুচর’ সিনেমাটিতে থাকছে মোট ৫টি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নি, লিজা, চন্দন সিনহা, ফাহিমা নাসরিন, ঐশী, ফজলুর রহমান বাবু, জয়িতা, সাব্বির ও মনির। সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা। প্রকাশিত অ্যালবামে থাকা ‘গহীন বালুচর’ ছবির ৫টি গান হচ্ছে- ‘’তারে দেখি আমি রোদ্দুরে’, ‘তা তা থৈ তাথৈ তাথৈ’, ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’, ‘ঝড়ের মধ্যে পইড়া গেছে নাও’ এবং ‘চর জেগেছে’।

গ্রামীণ পটভূমিতে নির্মিত এ চলচ্চিত্রটিতে অভিষেক ঘটছে ছোটপর্দার অভিনেত্রী নীলাঞ্জনা নীলার। তার সঙ্গে আরো দেখা যাবে দুই নতুন মুখ আবু হুরায়রা তানভীর ও মুনকে। তাদের ত্রিভূজ প্রেমের গল্পে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে রয়েছেন- সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, রুনা খান প্রমুখ।

‘গহীন বালুচর’ ছবিটি প্রযোজনা করেছে সাতকাহন ও ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল এবং সিনেমাটি মুক্তি পাবে ২০ অক্টোবর।