সালমানের মায়ের পাশে থাকতে শাকিব-শুভ কে আহবান

871

২১ বছরেও রহস্যের জট খুলে নি সালমান শাহকে হত্যা করা হয়েছিল নাকি তিনি আত্মহত্যা করেছিলেন। আইনি প্রক্রিয়া আত্মহত্যা করার কথা বললেও, সালমান শাহের পরিবার ও সালমান ভক্তদের দাবি, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর।

এ সময়ের জনপ্রিয় দুই চিত্রনায়ক শাকিব খান ও আরিফিন শুভকে পাশে চান প্রয়াত সালমান শাহের গর্ভধারিনী মা নীলা চৌধুরী। শুধু এ দুজনই নন, পাশাপাশি অন্য শিল্পীদের সহযোগিতাও প্রত্যাশা করেছেন তিনি।

আসামী রাবেয়া সুলতানা রুবির বক্তব্যের উপর ভিত্তি করে প্রায় ২১ বছর পর সম্প্রতি আলোচনায় এসেছে সালমান শাহর মৃত্যু। যার ফলে সালমানের পরিবার ও ভক্তদের মাঝে একে কেন্দ্র করে সালমান হত্যা মামলার বিষয়টি চাঙ্গা হয়ে উঠেছে। ‘সালমান শাহকে খুন করা হয়েছে’ মর্মে আসামী রাবেয়া সুলতানা রুবির বক্তব্য ও পরে তা অস্বীকার করায় সমালোচনা শুরু হয়েছে। আর এরই প্রেক্ষিতে এ সময়ের জনপ্রিয় দুই চিত্রনায়ক শাকিব খান ও আরিফিন শুভকে পাশে চান প্রয়াত সালমান শাহের গর্ভধারিনী মা নীলা চৌধুরী। ছেলে হত্যার বিচার দাবিতে এই দুই অভিনেতার পাশাপাশি অন্য শিল্পীদের সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।

প্রয়াণের এত বছর পর সম্প্রতি আলোচনায় এসেছে সালমান শাহর মৃত্যু। ‘সালমান শাহকে খুন করা হয়েছে’ মর্মে আসামী রাবেয়া সুলতানা রুবির বক্তব্য ও পরে তা অস্বীকার করায় সমালোচনা শুরু হয়েছে। একে কেন্দ্র করে সালমান হত্যা মামলার বিষয়টি চাঙ্গা হয়ে উঠেছে। এ নিয়ে সরব তার পরিবার ও ভক্তরা। এরই প্রেক্ষিতে শিল্পী সমাজকে তার পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন নীলা চৌধুরী।

নীলা চৌধুরী তার ফেসবুকে এক পোস্টে বলেছেন, ‘আমি সকল শিল্পী, অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে বসতে চাই।’ এ সময়ের জনপ্রিয় দুই নায়ক শাকিব ও শুভকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘শাকিব-শুভ তোমরাও আমার সালমান শাহর মতো আমার কাছে মূল্যবান। আমি এ প্রজন্মের সবার সাথে বসতে চাই।’

সালমান শাহ হত্যা মামলা চাঙ্গা হওয়ার পর শিল্পি সমাজের অনেকেই সালমান শাহ কে নিয়ে ইতিবাচক কথা বলেছেন, অনেকেই স্মৃতি চারন করেছেন। নীলা চৌধুরীর সেই ভরসাতেই সবাইকে আহবান জানিয়েছেন।