মুনমুনের সামনেই সালমান শাহকে অপমান করেছিল সামিরা

448

আমেরিকা প্রবাসী রুবি সুলতানা গত সোমবার এক ভিডিও বার্তায় বলেন, ‘সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। তার হত্যার পেছনে তার স্ত্রী সামিরাও জড়িত।’

ভাইরাল হওয়া এই ভিডিও প্রকাশের পর থেকেই নতুন করে সালমান শাহের রহস্যজনক মৃত্য নিয়ে চারদিকে আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় চলচ্চিত্রের অনেক তারকাই এখন বিষয়টি নিয়ে সরব হচ্ছেন। সালমান হত্যা বিচারের দাবি জানাচ্ছেন তারা। এই তালিকায় যোগ হয়েছেন একসময়ের আলোচিত নায়িকা মুনমুন।

ভিডিওটি যেদিন প্রকাশিত হয় সেদিন (সোমবার) রাতেই তিনি তার নিজস্ব ফেসবুকে স্ট্যাটাসে বলেছেন, ‘সালমান ভাইয়ের সাথে আমার কিছু মজার স্মৃতি আছে। তিনি অনেক চঞ্চল ছিলেন। যেন ছোট্ট শিশুর মতো। তার কোনো অহংকার ছিল না। আমার মতো নতুন নায়িকাকেও আনন্দের সাথেই স্বাগতম জানিয়েছিলেন। তার স্ত্রী সামিরার সাথে হাশমত ভাইয়ের একটি ছবির মহরতে আমার পরিচয় হয়। আমার ভালো লাগেনি মহিলাকে (সামিরা)। আমার সামনেই সালমান শাহকে অপমান করেছিল সামিরা।’

সালমান শাহের হত্যার বিচার দাবি জানিয়ে মুনমুন লেখেন, ‘আমি সালমান ভাই হত্যার বিচার চাই। শুধু আমি নই, বাংলাদেশের প্রতিটি নাগরিকই প্রিয় নায়কের এ নিষ্ঠুর হত্যার বিচার চায়।’

তখনকার সময়ের ক্যারিয়ারের তুঙ্গে থকা সালমান শাহ সদ্য চলচ্চিত্রে আসা এই নায়িকাকে কতটা বন্ধু সুলভ রুপে গ্রহন করেছিলেন সেটা তার দেওয়া স্ট্যাটাসে পরিষ্কার বোঝা গিয়েছে।