সুপ্রিম কোর্টে ডিজিটাল সেনসেশন প্রিয়া প্রকাশ ভারিয়ার!

218
ছবিঃ সংগৃহীত

ইন্টারনেটে সেনসেশন তৈরি করা প্রিয়ার চোখের নাচনে এখন মাতোয়ার আট থেকে আশি বছরের সবাই। তবে গানের কথা নিয়ে অভিযোগ থাকলেও প্রিয়ার চাহনি নিয়ে কোনওরকম অভিযোগ ওঠেনি। মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে প্রিয়া প্রকাশ ভারিয়ারের গান। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবার ছবির পরিচালককে নোটিশ পাঠায় পুলিশ।

আজ, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি দীপক মিশ্রের অধীনে দায়ের করা মামলার শুনানি হওয়ার কথা। মালয়ালি ছবি ‘ওরু আদর লাভ’এর পরিচালক ওমর লুলু এবং নায়িকা প্রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল আগেই।

দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। তাঁর এবং ছবির টিমের বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদন জানাতে সোমবার সুপ্রিম কোর্টে হাজিরা দিলেন প্রিয়া।

মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াকে নিয়ে অসংখ্য ট্রল ছড়িয়ে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। শেষ পর্যন্ত জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার পালা।