কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধূমকেতু’ নিয়ে প্রযোজক রানা সরকার এবং দেবের মধ্যকার ব্যাপার এখন এমন জায়গায় পৌঁছেছে যে, দেবের বদলে অন্য কাউকে দিয়ে ডাব করিয়ে ছবি রিলিজ করা হতে পারে। এমন ঘটনা বাংলা ইন্ডাস্ট্রিতে আগে আর হয়েছে কিনা সন্দেহ! নিজের ছবির ডাবিং থেকেই হয়তো বাদ পড়তে চলেছেন দেব।
এ ব্যাপারে প্রযোজক রানা সরকার বলছেন, ‘‘আমি নভেম্বরের ২২ তারিখে ‘ধূমকেতু’ রিলিজ করব। দেব যদি ৩০ অগস্টের মধ্যে ডাবিং না করে, তা হলে অন্য কাউকে দিয়ে তা করিয়ে নেব।’’ এই বক্তব্য জানিয়ে রানা ইতিমধ্যেই ইম্পা, সিনে টেকনিশিয়ান ফেডারেশনকে চিঠিও দিয়েছেন।
দেব নিজেও ফেডারেশন, আর্টিস্ট ফোরাম এবং ইম্পা-কে রানা সরকারের নামে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন। দেব বলেন, ‘‘প্রযোজকের থেকে আমি টাকা পাই। তিনি যদি সে টাকা দিয়ে দেন, তা হলে আমি ডাবিং করে দেব। টাকা না মেটালে ডাবিং করব না।’’
প্রযোজক রানার মতে, তিনি দেবকে ইতিমধ্যেই কিছু টাকা দিয়েছেন। বাকি টাকা ডাবিংয়ের পর দেবেন এবং অভিনেতাকে চুক্তিপত্র সই করতে হবে। অতীতে রানা অন্য ছবির ক্ষেত্রেও সময় মতো পাওনাগণ্ডা দেননি বলে অভিযোগ উঠেছে। দেবও সে দিকেই ইঙ্গিত করছেন। প্রযোজক জানান যে, ‘ধূমকেতু’ করার সময় দেব এই ছবির সহ-প্রযোজক হবেন এবং লভ্যাংশ নেবেন বলেছিলেন। পরবর্তী কালে তিনি পারিশ্রমিক এবং স্যাটেলাইট রাইটসের স্বত্বও দাবি করেন।
দেব নিজেও অনেক বার বলেছেন, ‘ধূমকেতু’ তাঁর করা সেরা কাজ। এই ছবিতে একই সাথে দেবকে ৮৩ বছরের একজন বৃদ্ধের ভূমিকায় দেখা যাবে। যে কারণে তিনি প্রযোজকের থেকে ছবিটা কিনে নেওয়ার কথাও বলেও ছিলেন আনন্দ প্লাসকে। তবে পরিস্থিতির বিচারে সেটা কতদূর সম্ভব, তা নিয়েও সন্দেহ রয়েছে!
কিন্তু প্রযোজক ও নায়কের মধ্যকার এমন সম্পর্কে ঝুলছে ছবিটির ভাগ্য। শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় সেটাই এখন দেখার পালা।