বাংলাদেশ চলচ্চিত্র পরিবার শাকিব খানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা ও বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে । কিন্তু শাকিব খানকে এফডিসিতে সবার সামনে ক্ষমা চাইতে আসতে বলায় শেষ পর্যন্ত তিনি আর আসেননি। কোনো রকম অসম্মানজনক আপোষে তিনি যেতে রাজি নন বলে শোনা যায়।
তবে চলচ্চিত্রের পরিবারের আহ্ববায়ক চিত্রনায়ক ফারুক গতকাল ৬ সেপ্টেম্বার রাতে এফডিসিতে আলাপকালে সব দ্বিধাই উড়িয়ে দিয়ে বলেন, ‘যখন আমার বাসায় শাকিব এসেছে এবং নিজের ভুল বুঝতে পেরেছে বলে দু:খ প্রকাশ করেছে তখনই বিষয়টির সমাধান হয়ে গেছে। শাকিব আমাদের ঘরের ছেলে। তার এমন কোনো অন্যায় নেই যার ফলে এফডিসিতে এসে তার ক্ষমা চাইতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি শাকিবকে বলেছিলাম, যদি সম্ভব হয় এফডিসিতে গিয়ে সবার সাথে একটা গেট-টুগেদার কইরো। কিন্তু আমার কথা হল, কে বলেছে-শাকিবকে এফডিসিতে গিয়ে সবার কাছে ক্ষমা চাইতে হবে? কেন চাইতে হবে? সবার কাছে ক্ষমা চাওয়ার কী আছে? এটা কোন কথা হলো নাকি? আবারও গোল পাকানোর চেষ্টা চলতেছে। একটা দুষ্ট চক্র শাকিবকে সবসময় ব্যবহার করেছে। তারাই এগুলো করার চেষ্টা করছে। শাকিবের সঙ্গে সবকিছুরই মিটমাট হয়ে গেছে। ও ক্ষমা চেয়েছে। ক্ষমা চায় মহৎ মানুষ। ক্ষমা করেও মহৎ মানুষ। এখানে জল ঘোলা করার আর কিছু নেই’।
ঢালিউডের চিত্রনায়ক শাকিব খান, মিয়া ভাই খ্যাত ফারুক’কে ‘সাহেব’ হেয় করার অভিযোগের বিষয়টি প্রসঙ্গ টেনে বলেন, ‘আমি দেখিছি শাকিব-দুই তিনটা ইন্টারভিউতে বলেছে, আমার শ্রদ্বার মানুষ হলেন ফারুক স্যার। আমি মনে করি আমার পিতার তুল্য। এরপর তো আর কোন কথা থাকে না।’।
তবে যৌথ প্রযোজনার প্রসঙ্গ টেনে ফারুক বলেন, ‘জাজ মাল্টিমিডিয়ার আজিজ সাহেব ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, যা আমরা পরিবার থেকে বলে থাকি, এটা সঠিক এবং সত্য। কথার কথা বলতে গেলে নিয়মিত যৌথ প্রযোজনার ছবি মুক্তি পাবে। যৌথ প্রযোজনা মানে তো সমান। সেখানে যদি একপক্ষ নিয়ে ভিনদেশের ছবি এনে আমাদের এখানে চালানো হয় এর চেয়ে দু:খের আর কী আছে। এটা নিয়েই সংগ্রাম। সেই সংগ্রামে জাজ শাকিবকে ব্যবহার করছে। আরও কয়েকজনকে। তারাও না বুঝে জাজ দ্বারা আক্রান্ত হয়েছেন। এই বিভাজন তৈরি হয়েছে।’
সব কিছু ভুলে সামনের দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই প্রসঙ্গে ফারুক বলেন, ‘সব বিভাজন শেষের পথে। এখন কী করে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নেওয়া যায় সে সব নিয়ে ভাবতে হবে। ভাল গল্প, মেকিং, ছবিটাকে দেখানোর বন্দোবস্ত করা দরকার। ইন্ডাস্ট্রির প্রতিটা লোক যেন হাসতে পারে। আর কিছুই করার দরকার নাই। এখানে বিভাজনের কী আছে। কারও সঙ্গে কিছু নেই। শাকিব ফ্রি। নট অনলি শাকিব, সবাই। কিন্তু একসেপ্ট জাজ মাল্টিমিডিয়া।’