মিথ্যা খবরে ক্ষোভে ফেটে পড়লেন ইলিয়াস কাঞ্চন!

401

এক মিথ্যে খবরে ক্ষোভ প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, চলচ্চিত্র ব্যক্তিত্ব চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

বেশ কিছু অনলাইন পোর্টাল ‘নির্বাচন করবেন ইলিয়াস কাঞ্চন’ শিরোনামে  খবর প্রচার করে। যা পরে সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে। কিন্তু এমন খবরের কোনো সত্যতা নেই।

সেই খবরে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একঝাঁক তারকা। মনোনয়ন পেতে নানাভাবে চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছেন তারা। তারকাদের মনোনয়ন দেওয়ার অতীত রেকর্ড তেমন একটা নেই বিএনপির। একাধিক সূত্রে জানা গেছে, আগামী নির্বাচন সামনে রেখে বিএনপি ঘরানার বাইরেও সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকজন তারকাকে দলে ভেড়াতে ভেতরে ভেতরে কাজ চালাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা। তাদের মধ্যে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

এই খবরটি ইলিয়াস কাঞ্চনের দৃষ্টিতে পড়লে তিনি বিস্মিত হন এবং ক্ষোভে ফেটে পড়েন। এ বিষয়ে কিছু গণমাধ্যমকর্মী তাঁর দৃষ্টি আকর্ষণ করলে উক্ত নিউজ পোর্টালের সংবাদের সাথে দ্বিমত প্রকাশ করে এবং তীব্র নিন্দা জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন ভাবে মিথ্যা সংবাদ প্রচার করে অযথা পাঠকদের মাঝে এমন বিভ্রান্তি ছড়ানোর কি মানে, তা আমার বোধগম্য নয়’।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমি জানি না অথচ তারা জেনে গেল! তারা কোন তথ্যের ভিত্তিতে কার সাথে কথা বলে আমার নামে এমন মিথ্যা সংবাদ প্রচার করল? আমি এর তীব্র নিন্দা জানাই। আমি কখনো কাউকে বলিনি আমি নির্বাচন করব বা নির্বাচনে যাবার ইচ্ছা আছে। আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না বা কোনো দলের পক্ষে বা বিপক্ষেও কথা বলি না। আমার ধ্যান-জ্ঞান হচ্ছে এ দেশের মানুষকে ঘিরে’।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘সড়কের ভয়াল থাবা থেকে এ দেশের মানুষকে নিরাপদ রাখার আন্দোলনের মাঝে আমি নিজেকে বিলিয়ে দিয়েছি। আমার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। এমনকি কোনো চ্যানেলে কিংবা প্রিন্ট মিডিয়া্র মুখোমুখি হলে আমার একমাত্র বক্তব্য থাকে নিরাপদ সড়ক আন্দোলনকেন্দ্রিক’।

বাংলা চলচ্চিত্রের চির সবুজ এই নায়ক আরো বলেন, ‘মাঝেমধ্যে পেশাগত কারণে চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে কথা বলতে হয়। তবে রাজনীতি নিয়ে আমি কখনোই কথা বলি না। সবার প্রতি আমার আহ্বান থাকবে- এই ধরনের অপপ্রচারে কখনোই বিভ্রান্ত হবেন না’।

তবে সাংবাদিকদের প্রতি ইলিয়াস কাঞ্চন আহবান জানান যে, ভবিষ্যৎ এ কোনো নিউজ করলে অফিসিয়াল ভাবে তার সাথে যোগাযোগ করে সঠিক তথ্য নিয়ে যেন সংবাদ প্রকাশ করা হয়।