বিজলীঃ হুমকি ও জিডি প্রসঙ্গে অবগত নন ববি

302
ছবিঃ সংগৃহীত

গত ১৫ মার্চ ইয়ামিন হক ববি প্রযোজিত ‘বিজলী’ সিনেমাটির প্রথম টিজার মুক্তি পায়। জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গতকাল (রবিবার) রাতে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’ সিনেমা মুক্তি পাচ্ছে ১৩ এপ্রিল। যেখানে বাংলাদেশে প্রথমবারের মত কোন সুপারহিরো চরিত্রে অভিনয় করেছেন ববি।

তবে এক অনলাইন গনমাধ্যম থেকে পাওয়া গেছে প্রযোজক ববি জানিয়েছেন, ‘ছবিটি মুক্তি দিতে গিয়ে কিছু বাঁধার সম্মুখিন হচ্ছি। কিছু উড়ো ফোন আসছে সিনেমা রিলিজ না দেওয়ার জন্য। তবে বুঝতে পারছিনা কেন এমন হচ্ছে। আমি রমনা থানায় জিডি করে রেখেছি শনিবার। জিডি নম্বর ৪৮৪। আশা করি সিনেমাটি সবাই উপভোগ করবেন।’

তবে এ বিষয়ে প্রযোজক ববির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্টারগল্পকে জানান, তিনি এ বিষয়ে অবগত নন।

ট্রেলারে আনিসুর রহমান মিলন ও অন্যান্য কলাকুশলীদের লুক চমকে দিয়েছে। বোঝা গেছে জমাট রহস্যের ইঙ্গিত। পাশাপাশি ট্রেলারে দুর্দান্ত ভিএফএক্স এর আভাসও মিলেছে।

এতে ববির বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন ভারতের রণবীর। আরো অভিনয় করেছেন দিলারা জামান, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, শতাব্দী রায় (ভারত), মিজু আহমেদ (প্রয়াত), মিশা সওদাগর,  জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, টাইগার রবি প্রমুখ।

১২ এপ্রিল বসুন্ধরা সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।