এবার গাজী রাকায়েতের বিরুদ্ধে মামলা করলেন সেই তরুণী! StarGolpo.com

134
ছবি সংগৃহীত

গত কিছুদিন থেকেই সমালোচনায় অভিনেতা গাজী রাকায়েত। কিছুদিন আগে তার ফেসবুক ইনবক্সের বেশ কয়েকটি আপত্তিকর স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেখানে কথোপকথনে দেখা যায় তিনি একজন নারীকে আপত্তিকর প্রস্তাব দিচ্ছেন। এই ফেসবুক চ্যাটিং কনভারসেশন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচিত হয়েছেন এ অভিনেতা। এ প্রসঙ্গে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ‘আমার ব্যবহৃত দুটি ফেসবুক আইডি হ্যাক হয়েছে। গত ৬ মার্চ থেকে আমার প্রোফাইলে ঢুকতে পারছিলাম না। এদিকে চারুনীড়ম উৎসব নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে, এই বিষয়টি নিয়ে মুভ করতে পারিনি। তিনি আরো জানান, এ ব্যাপারে তিনি রাজধানীর আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এই সাধারণ ডায়েরিতে নিজের ফেসবুক আইডি হ্যাক হওয়া এবং তা ব্যবহার করার বিষয়টি উল্লেখ করেছেন।

এবার এই ঘটনায় অশ্লীল বার্তা দেওয়ার অভিযোগ এনে নাট্যনির্মাতা গাজী রাকায়েতের বিরুদ্ধে মামলা করলেন সেই তরুণী। ২২ মার্চ, বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুর থানায় মামলাটি করা হয়। একদিন পর ২৩ মার্চ, শুক্রবার রাতে বিষয়টি জানাজানি হয়। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান এ ব্যাপারে জানান ‘গাজী রাকায়েতের নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি থেকে ওই তরুণীকে যে অশ্লীল প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
মামলার বিবরণীতে আরও বলা হয়, ”ওই ঘটনার পর বিষয়টি মীমাংসার জন্য মিডিয়া সংশ্লিষ্ট কয়েকটি গ্রুপ চেষ্টা করে। কিন্তু গাজী রাকায়েত মীমাংসা প্রস্তাবে রাজি না হয়ে বিভিন্ন প্রকার চাপ প্রয়োগের মাধ্যমে পরোক্ষভাবে তরুণীকে ভয়-ভীতি দেখাচ্ছেন।

মামলার বাদী বলেন, ‘ঘটনার পর আমি সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হই। আমার দাম্পত্য জীবন এখন সংকটের মধ্যে আছে। বিষয়টি আমি আমার বন্ধু মানবাধিকার কর্মী অপরাজিতা সঙ্গিতাকে জানাই। পরে ফেসবুকের মাধ্যমে গাজী রাকায়েতের সঙ্গে জানতে চান- কবে তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে? রাকায়েত এ প্রশ্নের কোনো উত্তর না দিলে সঙ্গিতা ওই কথোপকথনের (রাকায়েত-সঙ্গিতা) স্ক্রীনশট ফেসবুকে পোস্ট করেন। এর পরদিন আমাকে এবং সঙ্গিতাকে ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রযোজক সমিতি এবং শিল্পী সমিতি নিকেতন অফিসে তলব করা হয়। ওই তিনটি সংগঠন বিষয়টি তদন্ত করবে বলে আশ্বাস দেয়। পাশপাশি সঙ্গিতার ফেসবুক পোস্টটি হাইড করে রাখতে বলা হয়। সেই অনুযায়ী ১০ মার্চ থেকে সঙ্গিতার ফেসবুক পোস্টটি হাইড (অনলি মি) করে রাখা হয়েছে।’