বর্তমানে খুব একটা বক্স অফিস হিট ছবিতে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে না। যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’ দিয়ে বাংলাদেশে অভিষেক শ্রাবন্তীর। সুপারহিট এই ছবির পর শাপলা মিডিয়া, শাকিব খানের সঙ্গে শ্রাবন্তীকে নিয়ে ‘বয়ফ্রেন্ড’-এর ঘোষণা দেয়। তবে ‘বয়ফ্রেন্ড’-এর আগেই শুরু হয়ে যায় মুহম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’-এর শুটিং। এ ছাড়া আরো কয়েকটি বাংলাদেশি ছবিতে অভিনয়ের কথা রয়েছে। এ বছরই তিন-চারটি বাংলাদেশি ছবিতে দেখা যাবে কলকাতার এ নায়িকাকে।
কলকাতায় শ্রাবন্তীর ক্যারিয়ার এখন ভাটায়, হাতে ছবি নেই বললেই চলে। বহুদিন ধরে কলকাতার গণমাধ্যমেও তেমন খবর নেই তার।
তাহলে কী শ্রাবন্তী বাংলাদেশেই নিয়মিত হচ্ছেন? তিনি আগেই ঘোষনা দিয়েছিলেন বছরে খুব বেশি হলে তিন-চারটি ছবিতে অভিনয় করবেন। এর মধ্যে বাংলাদেশের ‘যদি একদিন’ আর ‘বয়ফ্রেন্ড’ চূড়ান্ত। এখানকার আরো কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হচ্ছে। তাঁদের সঙ্গে যদি কোনো ছবি চূড়ান্ত হয় তাহলে তো ২০১৮ সাল ঢালিউডেই ব্যস্ত সময় পার করবেন এই নায়িকা।
তবে কিছুদিনের মধ্যে সৃজিত মুখার্জির ‘উমা’ মুক্তি পাচ্ছে।