রিলিজ হলো ‘হালদা’ ছবির ট্রেলার

329

হালদা ছবির পরিচালক তৌকীর আহমেদ আগেই বলেছিলেন, “‘হালদা’ দেখে ঠকবেন না”। আর হালদার প্রথম গান নোনা জল প্রশংসা পেয়েছিল সব মহল থেকে। আর আজ বিকেলে এই ছবির ট্রেলার প্রকাশ হয়েছে । ২ মিনিট ৪ সেকেন্ডের এ ট্রেলার প্রকাশ পরেই দর্শকরা হুমড়ি খেয়ে দেখছেন। ‘হালদা’র ট্রেলার প্রকাশ পেয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। যারাই ট্রেলার দেখছেন, অধিকাংশই নিজের মতামত প্রকাশ করছেন কমেন্ট বক্সে।

কেউ বলছেন, এককথায় অসাধারণ। কারও মন্তব্য এমন, মুগ্ধ হলাম; অবশ্যই ‘হালদা’ ছবি হলে গিয়ে দেখবো। আবার কেউ বলছেন, আহ.. চোখ জুড়িয়ে গেছে। এছাড়া ট্রেলার দেখে সবাই ‘হালদা’ দেখার আগ্রহও প্রকাশ করছেন। সঙ্গে সঙ্গে তৌকীর আহমেদের নির্মাণ মুন্সিয়ানার প্রশংসা করতে ভুলছেন না।

এশিয়ার বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের ‘হালদা নদী’। এ নদী পার্বত্য চট্টগ্রামের রামগড় থানার বদনাতলী পাহাড় থেকে সৃষ্টি হয়ে ফটিকছড়ির রাউজান, হাটহাজারীর কালুরঘাট অতিক্রম করে কর্ণফুলী নদীতে মিশে গেছে। এ নদী ও এর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদী-তীরবর্তী মানুষের জীবনপ্রবাহ এবং জটিলতা নিয়ে অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘হালদা’ ছবি।

‘হালদা’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১ ডিসেম্বর। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, রুনা খান, শাহেদ আলী প্রমুখ। ‘হালদা’ ছবিটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ নিজেই, সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

‘হালদা’ তৌকীর আহমেদের পাঁচ নম্বর চলচ্চিত্র। এর আগে তিনি নির্মাণ করেছেন জয়যাত্রা, রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ ও অজ্ঞাতনামা।