‘গ্লোবাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ড’ এর সম্মানে সম্মানিত সালমান খান

246

ব্রিটেনের হাউজ অফ কমন্সে এই শুক্রবার, ১৫ ই সেপ্টেম্বার বলিউডের ভাইজান খ্যাত সালমান খান গ্রহন করলেন ‘গ্লোবাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ড’। অ্যাওয়ার্ডটি প্রদান করেছেন ব্রিটিশ পার্লামেন্টে দীর্ঘদিন ধরে কর্মরত এশিয়ান এমপি কেইথ ভায।

ভায বলেন, ‘বিশ্বে বৈচিত্র্যের ক্ষেত্রে যারা বড় মানসিকতা ও নৈতিক গুণ প্রদর্শন করেছেন এই ‘গ্লোবাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ড’টি তাদেরকেই দেওয়া হয় এবং সালমান খান তাদেরই একজন’।

সালমানের প্রশংসা করে ভায আরো বলেন, ‘তিনি শুধু ভারত ও বিশ্ব সিনেমার একজন মেগাস্টারই নন, তিনি অনেক জনহিতকর কর্মকান্ডে জড়িত থাকা একজন ভাল মানুষও বটে’।

সালমান খান অনুষ্ঠানে বলেন, ‘যেই সম্মান ও শ্রদ্ধা আমাকে আপনারা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। এটা আমার বাবা কখনো কল্পনাও করেন নি। আর এই সম্মানটি দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ’।

‘দিল সে রেডিও’ তাদের টুইটারে এই অনুষ্ঠানের ছবিগুলো প্রকাশ করেন।

সালমান খান দাবাং ট্যুরের জন্যই ব্রিটেন যান । দীর্ঘ এক দশক পর তিনি ব্রিটেন ভ্রমন করলেন। সম্প্রতি আবু ধাবিতে শেষ করলেন যশ রাজ ফিল্ম এর ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটির শ্যুটিং। আলি আব্বাস জাফরের পরিচালনায় ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ।