ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা বুবলী ভীষন ক্ষেপেছেন। ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ‘রংবাজ’ খ্যাত এ নায়িকা। তবে তার এ রাগ কার ওপর সেটা উল্লেখ করেননি। কাকে উদ্দেশ্য করে এই স্ট্যটাসটি দেওয়া সেটার ইঙ্গিতও দিয়েছেন ধোয়াশা ভাবে।

তার ফেসবুকের স্ট্যাটাসটি ছিল এরকম-

‘আমাকে নিয়ে আর কতো ষড়যন্ত্র করবি?
আর কতো ক্ষতি করার চেষ্টা করবি?
কিছু মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে আর কতো ছোটলোকই করাবি? আর কতো ধোঁকা দিবি মানুষকে?

তোর মুখের ভাষা, কথা বার্তা, আচার-আচরণ, হাসি দেখলেই মানুষ বোঝে তুই কোন ক্যাটাগরির।

বুবলির ফেসবুক থেকে সংগৃহিত।

তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলার রুচিও নেই, তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বললে তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে তোর।

আর আমার মনে হয় কিছু মানুষ জানে তোর ব্যাপারে যে তুই আসলে কি? কোন যোগ্যতায় তুই আমাকে নিয়ে কথা বলিস?

আমাকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকিস? নিজেকে আলোচনায় রাখতে? রাখ এটাই পারবি তুই। সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি বানিয়ে অট্টহাসি দিয়ে বাজে কথা বলে। মানুষকে ব্ল্যাকমেইল করে হাত করে তাদের ক্ষতি করাই তোর কাজ।

করতে থাক, আল্লাহ আছেন একজন, তবে একটা কথা মনে রাখিস জোর করে আর ছোটলোকই করে, ব্ল্যাকমেইল করে অন্যের ক্ষতি করে, হিংসামি করে কখনই কিছু হয় না।

হয় হয়তো সাময়িক, কিন্তু স্থায়ী না। কথায় আছে কুকুর মানুষকে কামড়ালে, মানুষ কুকুরকে কামড়ায় না, তাই তোর কাজই কামড়ানো। ছোটলোক কোথাকার তোর নাম উচ্চারণ করারও রুচি নেই, ছি’!

এই স্ট্যাটাস দেয়ার পর ফেসবুকে এটি ভাইরাল হয়ে যায়। কিন্তু কাকে কটুক্তি করে বুবলি এমন স্ট্যাটাস দিলেন সেটা জানার জন্য একাধিবার বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি, ফেসবুকে মেসেজ পাঠালেও উত্তর দেননি। নিজেকে পুরোপুরি সরিয়ে রেখেছেন ব্যাপারটি থেকে।