চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নিয়মিত সিনেমা প্রযোজনা করে আসার ধারাবাহিকতায় এবার ‘বেপরোয়া’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা করবেন রাজা চন্দ্র।
‘বেপরোয়া’ সিনেমার আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হবে আগামি মংগল বার, ২২শে আগস্ট, ঢাকার একটি রেস্টুরেন্টে। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, সিনেমাটি যৌথ প্রযোজনার সিনেমা নয়। মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’।
সিনেমাটি প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন, ‘‘আমাদের ‘বেপরোয়া’ সিনেমাটি হবে বাংলাদেশের সিনেমা। এটি পরিচালনা করবেন রাজা চন্দ্র। কে কে অভিনয় করবেন বিস্তারিত তথ্য ২২ আগস্ট মহরতের দিন আমরা জানাতে চাই। প্রথমেই পরিচালকের নামটি জানিয়ে রাখলাম।’’
তবে যৌথ প্রযোজনার সিনেমা না হওয়া সত্তেও কেন দেশি নির্মাতা বাদ দিয়ে বাইরের নির্মাতা আনা হল সে প্রসঙ্গে আজিজ বলেন,‘আমরা মনে করেছি এই সিনেমাটির জন্য রাজা চন্দ্র পারফেক্ট। এছাড়া আমরা সব আইন মেনেই সিনেমাটি নির্মাণ করছি।’
এখানে দেশি ছবিতে বাইরের নির্মাতা এনে কাজ করানোর ব্যাপারটি কে কিভাবে দেখছেন সে ব্যাপারে এখনো কোন মতবাদ পাওয়া যায় নি।