অপুর ‘জানবাজ’ নিয়ে জটিলতা! StarGolpo.com

466
ছবিঃ সংগৃহীত

ইতিমধ্যে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস ও নায়ক বাপ্পী। সম্প্রতি রবিন খান ‘জানবাজ’ নামে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। এই ছবিতে দেখা যাবে অপু বিশ্বাস ও বাপ্পীকে। কিন্তু ২০১৬ সালে একই ‘জানবাজ’ নাম ওয়াজেদ আলী সুমন নিবন্ধন করান চলচ্চিত্র পরিচালক সমিতিতে। এখন দুজনই নামটি নিয়ে সিনেমা করতে চান।

সুমনের প্রযোজক জানান, সিনেমাটি এ বছরই শুটিং ফ্লোরে যাবে। অন্যদিকে রবিনের মতে, এক বছরের মধ্যে শুটিং শুরু না হলে নামের মালিকানা থাকে না।

রবিন খান বলেন, ‘পরিচালক সমিতির নিয়ম অনুযায়ী একটি নাম নিবন্ধনের এক বছরের ভেতরে শুটিং না হলে সে নামটির স্বত্ত্ব আর থাকে না। এ ছবির ক্ষেত্রে দুইবছর হয়ে গেছে। সুমন শুটিং করেনি। তাই আমরা পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ভাইয়ের সাথে কথা বলে নামটি পাওয়ার জন্য আবেদন করেছি।’

কিন্তু ওয়াজেদ আলী সুমন রবিন খানের দাবির সাথে একমত না। তিনি বলেন, ‘নামটি আমার নামে নিবন্ধন করা। প্রযোজক হিসেবে রয়েছে টাইগার মিডিয়া। আমরা ইতোমধ্যে কাস্টিংদের সাইনিং করিয়েছি। গানও রেকর্ডিং করিয়েছি। পরিচালক সমিতির নিয়ম অনুযায়ী এখন আমরা অনাপত্তি না দিলে তারা (রবিন খান) একই নাম ব্যবহার করতে পারে না।’

‘জানবাজ’ নাম নিয়ে সৃষ্ট সমস্যার ব্যাপারে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জানালেন, সুমন অনাপত্তি না দিলে রবিন খান নামটি পাবে না।

তিনি বলেন, ‘রবিন খান আমাদের কাছে এসেছিল। তাকে আমরা বলেছি, সুমন যদি সিনেমাটির কোনো প্রকার কাজ— যেমন গান রেকর্ডিং, শিল্পী, কুশলীদের সাইনিং কিংবা অল্প কিছু শুটিংও করে তাহলে তার অনাপত্তি ছাড়া কোনভাবেই নামটি দেওয়া যাবে না।’

ইতোমধ্যে সুমনের সাথে রবিন যোগাযোগ করেছেন, তবে ‘রক্ত’ নির্মাতা অনাপত্তি দেননি। রবিন বলেন, ‘তারা বলছে গান রেকর্ডিংসহ, শিল্পী সাইনিং করিয়েছে সেগুলোর কাগজপত্র কি দেখাতে পারবে?’

এদিকে টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি বললেন, ‘আহমেদ হুমায়ুন ও ইমরানকে দিয়ে গান করিয়েছি। গল্প লিখিয়েছি কাশেম আলী দুলালকে দিয়ে। তাহলে কোন কাজ হয়নি কীভাবে?’

তিনি আরো বলেন, ‘আমরা বাপ্পী, পরী মনি, তানহা তাসনিয়াকে নিয়ে সিনেমাটি শুরু করতে চেয়েছিলাম। পরবর্তীতে পরিকল্পনা পরিবর্তন করি। এ নভেম্বরে শুটিং শুরু করব।’