দূরারোগ্য ব্রেন ক্যান্সারে আক্রান্ত ইরফান খান!

183
ছবিঃ সংগৃহীত

সম্প্রতি টুইটারে একটি পোস্ট শেয়ার করে ইরফান খান জানান, তার শরীর ভাল নেই। বেশ কঠিন অসুখে আক্রান্ত তিনি। অবশেষে পাওয়া গেলো বলিউড তারকা ইরফান খানের বিরল রোগের সন্ধান। দীর্ঘ ১৫ দিন অসুস্থ থাকার পর পরীক্ষা নিরীক্ষা করে তার এই রোগের সন্ধান করেন ইরফানের চিকিৎসক। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে দুরারোগ্য ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ইরফান খান।

বর্তমানে ইরফান কোকিলাবেন হাসপাতালেই অবস্থান করছেন। এবং শুরু হয়েছে তার প্রাথমিক চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন এ ধরনের ক্যান্সার সাধারনত মরনঘাতী হয়ে থাকে,চিকিৎসা বা অপারেশনের মাধ্যমে এর নিরাময় করা সব সময় সম্ভব হয়না।

শিগগিরই উন্নত চিকিৎসার স্বার্থে ব্রেনের এই ক্যান্সারটিকে আরো পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নিবেন বলেও জানিয়েছেন তারা।

ইরফান খানের আপকামিং সিনেমা ‘ব্ল্যাকমেইল’। ছবিতে একজন ব্ল্যাকমেইলারের চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি এপ্রিলের ৬ তারিখ মুক্তি পাবে।