অবশেষে ভারতে এল শ্রীদেবীর মরদেহ, আজ শেষকৃত্য!

346
ছবি সংগৃহীত

অবশেষে ভারতে এলো বলিউডের খ্যাতিমান তারকা অভিনেত্রী শ্রীদেবীর মরদেহ। বলিউডের বরেণ্য এ অভিনেত্রীর শেষকৃত্য আজ (বুধবার) অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে। দেশি-বিদেশি সংবাদমাধ্যমগুলোর কাছে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ভারতীয় সময় সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণ মানুষ শ্রীদেবীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারবেন। আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে শ্রীদেবীর মরদেহ রাখা হবে।

কেউ কখনো ভাবে নি রূপের রানী চাঁদনীকে এতো তাড়াতাড়ি, এতো হঠাৎই এভাবে দেখতে হবে। রূপের রানী চাঁদনী, হাওয়া হাওয়াই। মৃত্যুর পরে তার প্রথম ছবি সামনে এসেছে, হ্যা তার মৃতদেহের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায়। কেউ একজন তার ছবি টুইট করেছেন আবার ডিলেটও করে দিয়েছেন । এই ছবিটি শ্রীদেবীর। যার চেহারা লাল হয়ে গিয়েছে, নাকে তুলো গোজা, অন্য মৃত্ মানুষদের মত করেই সাজানো হয়েছে শ্রীদেবীর নশ্বর দেহকে।

বনি কাপুর, জাহ্নবী ও খুশির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, শ্রীদেবীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সুযোগ পাবে গণমাধ্যম। তবে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে কোনো গণমাধ্যমকর্মী ক্যামেরা বা রেকর্ডিং ডিভাইস নিয়ে ঢুকতে পারবেন না। বিবৃতিতে আরও বলা হয়েছে, বেলা দুইটার সময় সেলিব্রেশন স্পোর্টস ক্লাব থেকে শ্রীদেবীর মরদেহ শ্মশানে নিয়ে যাওয়া হবে। সেখানে শেষকৃত্য শুরু হবে স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায়। তবে শেষকৃত্যের অনুষ্ঠান চলার সময় গণমাধ্যমকর্মীদের মূল ফটকের বাইরে থাকতে হবে।

দুবাই পুলিশ মঙ্গলবার বেলা দুইটায় এই নায়িকার মৃত্যুর মামলা ‘বন্ধ’ ঘোষণা করেছে। এ সময় শ্রীদেবীর স্বামী বনি কাপুরকেও সন্দেহ থেকে অব্যাহতি দেওয়া হয়। দুবাই সরকারের তথ্যকেন্দ্রের অফিশিয়াল টুইটার পেজে জানানো হয়, ‘শ্রীদেবী মৃত্যু মামলার তদন্ত শেষ। এ মামলা বন্ধ হওয়ার পর দুবাইয়ের রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারতীয় অভিনেত্রী শ্রীদেবীর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।’

শ্রীদেবীর মরদেহ মুম্বাইয়ে আনার প্রক্রিয়ায় বাবাকে সাহায্য করার জন্য দুবাই গেছেন তাঁর প্রথম স্ত্রীর ছেলে বলিউড তারকা অর্জুন কাপুর।