দেব ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা। তিনি অগ্নিশপথ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পন করেন।
সাফল্যের সংজ্ঞা, ভিন্নধর্মী চরিত্রে কাজ, অভিনয়-রাজনীতির টানাপড়েন নিয়ে মনখোলা দেব কথা বলেছেন গণমাধ্যমে।
দেব বলেন, ‘আমি ভবিষ্যৎকে দেখার চেষ্টা করি। যাতে কেউ পিছন ফিরে দেখলে মনে হবে, দেব একমাত্র অভিনেতা যে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে গিয়েছে। এ বছর যেমন বক্সার, পাইলট ও অ্যাডভেঞ্চারারের ভূমিকায় অভিনয় করেছি। ‘ধূমকেতু’ মুক্তি পেলে, সেখানে ৮২ বছরের এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করতে দেখবেন। আমাকে যা প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়, তা হল আমি নতুন কী করলাম।’
প্রতি ছবিতে চমক দিতে ভালোবাসেন দেব। তিনি বলেন, ‘কপি-পেস্ট ছবিতে আমি আর নেই। দিন-রাত পরিশ্রম করে ভালো ছবি বানাতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমার পৃথিবী দেখার খুব শখ। নতুন দেশ, বেশভূষা, খাবারদাবার আর বেড়াতে গেলে সব জায়গাই আমার পছন্দ। আমারা তো জীবনে রোজগার আর প্রেমটেমেই শেষ হয়ে গেলাম। পৃথিবীতে এত কিছু দেখার আছে, শেখার আছে, উপভোগ করলাম না। তারপর হঠাৎ একদিন হার্ট অ্যাটাক হল, সব শেষ!’