‘খাঁচা’ নিয়ে অস্কার পাওয়ার আশা করেন না পরিচালক

223

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ঘোষণা দেয় যে, ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘বিদেশি ভাষা’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘খাঁচা’।

ছবিটির পরিচালক আকরাম খান তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়ে এক গণমাধ্যমকে বলেন, ‘আমি খুব খুশি। আমি আমার প্রযোজক, কলাকুশলী সবার কাছে কৃতজ্ঞ।’

এই ছবিটি অস্কারে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্তটি কবে নেওয়া হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ছবিটির প্রযোজক আমি নিজে, বাংলাদেশ সরকার ও ইমপ্রেস টেলিফিল্ম। ইমপ্রেসের ফরিদুর রেজা সাগর ভাই আমাকে ডেকে বললেন আমরা ছবিটা অস্কারে পাঠাতে চাই, তোমার কোন আপত্তি আছে কিনা? বললাম, না নেই।’

অস্কারের মত জায়গায় বাংলাদেশের ছবি যাওয়া নিঃসন্দেহে একটি বিরাট ব্যাপার। সেখানে পুরস্কার পাওয়ার আশা করেন কিনা সেই প্রসঙ্গে তিনি সরাসরি বলেন, ‘না, তা করি না। কিন্তু এটা একটা পজেটিভ দিক অস্কারে যারা ছবিটি দেখবেন তারা বাংলাদেশের সিনেমা নিয়ে ভালো কিছু জানবেন। তারা জানতে পারবেন বাংলাদেশ অনেক ভালো, ইতিহাসভিত্তিক ছবি নির্মিত হয়’।

‘খাঁচা’ সিনেমার একটি দৃশ্য/সংগৃহীত।

‘খাচা’ সিনেমাটি মুক্তি পায় গত ২২ সেপ্টেম্বর। ছবিটি মাত্র সাতটি হলে মুক্তি পায়। এত কম হলে মুক্তি দেওয়ার কারন প্রসঙ্গে তিনি শুধু বলেন, ‘এটা প্রযোজকের ব্যাপার।’

১৯৪৭ সালের দেশভাগের ঘটনা নিয়ে প্রখ্যাত লেখক হাসান আজিজুল হকের একই শিরোনামের গল্প অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। জয়া অভিনয় করেছেন আজাদ আবুল কালামের বিপরীতে। আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, আতাউর রহমান, চাঁদনী, আরমান পারভেজ, কায়েস চৌধুরী, শাহেদ আলী, পিদিম প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যায় রানী সরকারকে। ‘খাঁচা’ সিনেমার প্রধান চরিত্রে আছেন জয়া আহসান।