‘ঢাকা অ্যাটাক’ নিয়ে পরিচালক দীপঙ্কর দীপনের বিশেষ সাক্ষাৎকার (ভিডিও)

306

‘ঢাকা অ্যাটাক’ এর ট্রেলার রিলিজ হওয়ার পরই এই সিনেমাটি সবার আগ্রহের শীর্ষে চলে আসে। উত্তেজনাপূর্ণ থ্রিলার ও মারাত্মক সব অ্যাকশনের মধ্যে পাওয়া রহস্যের গন্ধগুলো যেন সিনেমাপ্রেমিদের আর অপেক্ষা করাতে পারছে না। সম্প্রতি কলকাতার একটি অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার নির্মাতা দীপঙ্কর দীপন। ‌‘স্মার্ট সিনেমা’ হিসেবে উল্লেখ করেন ‘ঢাকা অ্যাটাক’কে। নিজের প্রথম ছবি প্রসঙ্গে বলতে গিয়ে টেনে আনেন ঢালিউড চলচ্চিত্রের নানা প্রসঙ্গ।

‘ঢাকা অ্যাটাক’ নির্মাণের আগে তিনি ৪-৫টি সিনেমার স্ক্রিপ্ট তৈরি করেছিলেন তিনি।

দীপন বলেন, ‘আমি সবসময় বৃত্তের বাইরে গিয়ে কাজ করতে চেয়েছি। যার কারণে প্রথম যে সিনেমার স্ক্রিপ্ট করি সেটির বাজেট ছিল ১৩০ কোটি টাকা। সেটি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে ইএফএম ফান্ড জিতেছিল। আমার সাথে ইউনিভার্সেল স্টুডিওর কথা-বার্তাও চুড়ান্ত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কাজটা হয়নি, যেহেতু আমার এ ধরনের প্রজেক্ট হ্যান্ডেল করার অভিজ্ঞতা ছিল না।’

বার্লিনেই বলিউডের নির্মাতা অনুরাগ ক্যাশাপের সাথে পরিচয় ঘটে দীপনের। এরপরও আরেকটি স্ক্রিপ্ট করেন পিরিয়ডিক কাহিনী নিয়ে। সেটিরও বাজেট ছিল ৫-৬ কোটির মতো।

দীপঙ্কর দীপন সাক্ষাৎকারে আরো জানান যে, পুলিশের এক শীর্ষ কর্মকর্তা দীপঙ্কর দীপনের বন্ধু। তার সাথে আলাপচারিতার মাধ্যমে প্রথমে ‘ঢাকা অ্যাটাক’ নির্মাণের চিন্তা-ভাবনা শুরু হয়। ওই বন্ধু নাটক নির্মাণ করতে বললেও এ গল্পকে সিনেমা ছাড়া পুরোপুরি তুলে সম্ভব নয় বলে জানান দীপন।

তিনি বলেন, ‘আমরা সিনেমায় স্মার্ট পুলিশিং দেখিয়েছি। বাস্তবে যা ঘটে এর বাইরে কিছুই দেখায়নি। হয়ত উপস্থাপনটা একটু স্মার্টলি করার চেষ্টা করেছি।’

‘ঢাকা অ্যাটাক’ সিনেমার পোস্টার।

তিনি আত্মবিশ্বাসের সাথে বেশ জোর দিয়ে বলেন, ‘আমার কাছে একটা সিনেমা ভালো-খারাপের চেয়ে জরুরি সিনেমাটি সফল কিনা। কারণ আমাদের এখানে এখন বিগ হিট দরকার।’

তবে শাকিব খানকে পরবর্তী ছবি নির্মাণের ক্ষেত্রে পছন্দের শীর্ষে রাখতে চান দীপঙ্কর দীপন।

তিনি বলেন, ‘আমাদের ওখানে সত্যিকারের নায়ক-নায়িকার বেশ সংকট চলছে এ মুহূর্তে। শাকিবকে নিয়ে বানাতে চাই সিনেমা— এটা ঠিক আছে। কিন্তু এর মানে এ না যে, তাকে নেবার পর তার উপরেই স্ক্রিপ্টিং করব এমন। বরং স্ক্রিপ্টে যদি তাকে ডিমান্ড করে তাহলে প্রয়োজনে তার জন্য দুই বছর অপেক্ষা করা লাগলে অপেক্ষা করব।’

‘ঢাকা অ্যাটাক’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহি। আরো আছেন হাসান ইমাম, আফজাল হোসেন, এবিএম সুমন, নওশাবা ও শতাব্দী ওয়াদুদ। অতিথি চরিত্রে দেখা যাবে আলমগীর ও শিপনকে।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে স্প্যালাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি-হুইলারস লিমিটেড। আসছে ৬ অক্টোবর সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। সাক্ষাৎকারটি নিচে দেখুন।