এবার বাংলাদেশী হ্যাকাররা গায়েব করলো প্রিয়া প্রকাশের ফেসবুক আইডি!

259
ছবি সংগৃহীত

কিছুদিন আগে হয়ে যাওয়া নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচের শেষে ভাইরাল গার্ল প্রিয়া নিজের অ্যাকাউন্টে টুইট করেন, ‘ভারত বাংলাদেশের বাপ’। এমন উষ্কানীমূলক টুইটের পরপরই প্রিয়ার দিকে একের পর এক ধেয়ে আসে সমালোচনার ঝড়। একটি দেশের কোটি মানুষের অনুভূতিকে এভাবে আঘাত করাটা ভালোভাবে নেয়নি বাংলাদেশ ভিত্তিক হ্যাকার গ্রুপ DON’S TEAM-DT। ভাইরাল ভিডিওতে চোখের ইশারায় আর ভ্রু কাঁপানো প্রিয়া প্রকাশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের হৃদয়ে ঝড় তুলেছিলেন প্রিয়াঙ্কা। তবে এবার যেন একটু ভিন্ন অভিজ্ঞতাই পেতে হলো এই ভাইরাল গার্লকে। ইন্ডিয়ান সেলিব্রেটি প্রিয়া প্রকাশের ফেসবুক আইডি বুধবার বিকেলে গায়েব করে DON’S TEAM-DT। এর আগে ভারতীয় সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারের অপেশাদারি আচরণের পর তার ফেসবুক আইডিও ডিজেবল করে বাংলাদেশি হ্যাকার এ গ্রুপটি। Don`s Team-DT-এর অফিসিয়াল ফেসবুক পেজে তারা প্রিয়া প্রকাশের প্রোফাইল ডিজেবল করার বিষয়টি নিশ্চিত করেছে।

এই বিষয়ে Don`s Team-DT প্রতিষ্ঠাতা সুমন আহমেদ জানিয়েছেন ‘বাংলাদেশকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ রকম কটূক্তিকর মন্তব্য করলে আমরা তাদের বিরুদ্ধে অনলাইনে লড়াই চালিয়ে যাবো।’

তিনি জানান, গত দু’দিনে Don`s Team-DT এবং DT-Tigers Social Media Security গ্রুপের পক্ষ থেকে তারা ইন্ডিয়ার ( চোষ – Chos, হাসির ফোয়ারা – Hasir Foyara, Hasir Password- হাসির পাসওয়ার্ড, Indian Cricket Trolls) এর মতো অনেকগুলো ট্রোল পেজ রিমুভ করেছে, যেগুলায় তারা বাংলাদেশকে নিয়ে খুব বাজেভাবে ট্রোল করছিল। এদিকে Don`s Team-DT এর সাফল্যে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস এবং সাইবার ৭১ অভিনন্দন জানিয়েছে।