গতকাল হঠাৎ চারিদিকে খবর ছড়িয়ে পরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। শোনা যায় রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘ফেসবুক’ নামের সিনেমায় নায়কের ভূমিকায় দেখা যাবে তাসকিনকে। এতে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে তাসকিনের সিনেমায় চুক্তিবদ্ধ করানোর বিষয়টি গোপনই রেখেছেন এর নির্মাতা। এ খবর ছড়িয়ে পড়ার পরপরই তাসকিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়।
তাসকিন এ ব্যাপারে নিশ্চিত করে বলেন, এই খবরটি ভূয়া। তিনি বলেন, ‘প্রশ্নই আসে না। আমি কোনো সিনেমাতে অভিনয় করছি না। এমন কোনো ভাবনা বা সুযোগ এই মুহূর্তে আমার নেই। ক্রিকেটেই আমার ধ্যান-জ্ঞান। ক্রিকেটেই মনযোগী আমি। অবসর হলে পরিবার ও টুকটাক কিছু কাজ করি শোবিজে। কিন্তু সিনেমার নায়ক হবার খবরটি মিথ্যে।’
তিনি আরও জানান, ‘শ্রীলংকায় ভালো একটি সফর হয়েছে আমাদের। নিজেদের আত্মবিশ্বাসকে খোঁজে ফিরছিলাম। তার দেখা পেয়েছি। সামনে বেশ কিছু টুর্নামেন্ট আছে। সেদিকেই দৃষ্টি এখন।’ তাসকিন আক্ষেপ করে বলেন, ‘আমি জানিনা কেন বারবার আমাকে নিয়ে ভুল তথ্যে গুজব ছড়ানো হয়। আমার সঙ্গে কথা না বলে আশা করছি কেউ কোনো সংবাদ লিখবেন না। এটা আমার অনুরোধ রইলো।’
বেশ কিছুদিন আগেই তিনি এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, অভিনয় করতে ভালো লাগে তার। তবে এটি বেশ কঠিন বলে মনে করেন তিনি। এছাড়াও তিনি বর্তমানে ইয়ামাহা ব্র্যান্ডের একজন শুভেচ্ছাদূত।