নতুন ছবির ঘোষণা দিলেন দেব! StarGolpo.com

505
ছবি সংগৃহীত

টলিউড স্টার দেবের প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট থেকে দারুন কিছু ছবি মুক্তি পেয়েছে। ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’ ইতিমধ্যেই সিনেমা গুলো বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আর এই সিনেমাগুলোতে নিজেকে নতুন ভাবে উপস্থাপন করেছেন দেব। এবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সত্য ঘটনানির্ভর আরেকটি ছবির ঘোষণা দিয়েছেন দেব। ছবির নাম পদ্মশ্রী সুবাসিনী মিস্ত্রী। সুবাসিনী মিস্ত্রীর স্বামী মারা গিয়েছিলেন বিনা চিকিৎসায়। সুবাসিনীর কোলে তখন এক বছরের শিশুকন্যা। রয়েছে আরও তিন ছেলেমেয়ে। শিক্ষাগত পাঠ না থাকা সত্ত্বেও হার মানেননি তিনি। জীবনধারণের জন্য বাজারে আনাজপাতি বিক্রি করেছেন। ছেলেমেয়েদের পড়াশোনা শিখিয়েছেন। ছেলেকে চিকিৎসক বানিয়েছেন। দৈনন্দিন জীবনযাপনই যাঁর কাছে চিন্তার, নিরন্তর লড়াই করে সেই সুবাসিনী বানিয়েছেন হাসপাতাল ‘হিউম্যানিটি হসপিটাল’। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বললেন, ‘‘বিনা চিকিৎসায় চলে যাওয়া মানুষের জন্য যেন কোনও মা-বোনের চোখের জল না পড়ে। এটাই চেয়েছিলাম।’’

ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। ছবির চিত্রনাট্য অবশ্য এখনও তৈরি হয়নি। কে মুখ্য চরিত্রে অভিনয় করবেন, ঠিক হয়নি তা-ও। তবে এই ছবিতে যে থিয়েটারের একঝাঁক নতুন মুখ দেখা যাবে, দেবের কথায় তার আভাস পাওয়া গেল। অনিকেতের কথায়, ‘‘আপাতত ছবির মুখ্য চরিত্রের জন্য প্রাথমিক ভাবে তিন জনের কথা ভাবা হচ্ছে। অভিনেত্রীদের লোকেশনে গিয়ে তিন মাস থেকে রপ্ত করতে হবে সেখানকার জীবনযাপন। তাঁদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে এক জনকে। লোকেশনের জন্য বাছাই করা হয়েছে বারুইপুর, ক্যানিং এবং ঠাকুরপুকুরের একটি এলাকা।’’

ছবিটির চরিত্র কেমন হবে তা সম্পর্কে পরিচালক জানান ‘সুবাসিনীর ১৮-৭০ বছরের জন্য রাখা হবে চারটি লুক। এক জন অভিনেত্রীকেই দেখা যাবে এই চার লুকে। প্রস্থেটিক মেকআপের সাহায্য নেওয়া হবে।’ দেবের প্রযোজনায় সব ক’টা ছবিতেই নায়িকা হিসেবে দেখা গিয়েছে রুক্মিণীকে। ধারণা করা হচ্ছে এ ছবিতেও তাকেই নায়িকা হিসেবে দেখা যেতে পারে।