‘জিরো’ নিয়ে বিতর্ক, কিং খানের বিরুদ্ধে চুরির দায়!

262
ছবি: সংগৃহীত

বছরের শুরতেই বাধা। ‘জিরো’ দিয়ে হিরো হওয়ার প্রচেষ্টায় বাধা পেলেন শাহরুখ খান। ‘যাব হ্যারি মেট সেজাল’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পরে ‘শূন্য’ অর্থাৎ ‘জিরো’ দিয়েই বছর শুরুর সিদ্ধান্ত নেন বলিউড বাদশা শাহরুখ খান। বছরের প্রথম দিনই মুক্তি পায় ছবিটির টিজার। কিন্তু যে ছবি নিয়ে এত জল্পনা, সেই ছবিই নাকি এখন বিতর্কের শিকার।

রচনা চুরি করেছেন পরিচালক এবং অভিনেতা— ছবির ট্যাগলাইনকে ঘিরে এই অভিযোগই তুলছেন কবি মিথিলেশ বারিয়া। তাঁর দাবি, ছবির টিজারে ব্যবহৃত ‘টিকিট লিয়ে ব্যায়ঠে হ্যায় লোগ মেরি জিন্দেগি কি, তামাশা ভি পুরা হোনা চাহিয়ে’— এই লাইনটি তাঁর লেখা। এই লাইনটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শাহরুখ খান। সেখান থেকেই আপত্তির সূত্রপাত। কোথাও তাঁর নাম উল্লেখ করেননি শাহরুখ, এমনটাই দাবি মিথিলেশের।

যদিও পরিচালক এবং অভিনেতার এই বিষয়ে স্পষ্ট করে কোনো বক্তব্যই নেই। তবে লেখক জানান, পরিচালক আনন্দ এল রাই নাকি তাঁকে আশ্বাস দিয়ে‌ছেন যে, ত্রুটি সংশোধন করে মিথিলেশকে তাঁর কবিতা থেকে নেওয়া লাইনের জন্য প্রাপ্য স্বীকৃতি দেওয়া হবে।  তবে এখন দেখার বিষয়, কবে সেই স্বীকৃতি পান মিথিলেশ।