আপনারা উচ্চ শিক্ষিত ভালো কথা, একটু উচ্চ মানসিকতারও হন : পরীমনি

722

ঢালিউডের লাস্যময়ী চিত্রনায়িকা পরীমনি। বড় পর্দায় তার অভিষেক হয় ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর আর পিছনে ফিরতে হয়নি। এই ঈদুল আযাহায় মুক্তি পেয়েছে তার ‘সোনাবন্ধু’ সিনেমা। ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ইনোসেন্ট লাভ’ শিরোনামের আরো একটি ছবি।
এবার এই গ্লামারগার্ল হুট করেই খেপে গেলেন! বেশ হতাশা থেকেই গতকাল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরী। যদিও সেখানে তিনি কারো নাম উল্লেখ করেননি।

স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

‘‘হায় রে …………
কাকে দেখে শিখবো আমরা! কি ই বা শিখবো আর….
বড়রা কি শিখাচ্ছেন এসব আমাদের!
যাদের কাছে ফেসবুক এখন ঝগড়া করার উঠন। বাহ !
কই কাজ করি আর কাদের সাথে কাজ করি!
প্রফেশনাল খাতিরে পদবীটা একই “হিরোইন”
Plz stop bringing your personal problems to the public

কারণ, লোকে স্বজাতি ভাবে আমাদের। এখানে কেউ ভালো করলে তার ভালোর ক্রেডিটের ভাগটাও যেমন সবাই পাই, তেমনি কারো মন্দ কাজের দায়ভারও লোকে কাঁধে তুলে দেয় আমাদের।আর কবে বুঝবেন সেটা আপনারা???

আপনারা উচ্চ শিক্ষিত ভালো কথা, একটু উচ্চ মানসিকতারও হন এবার।  কোটি হৃদয়ের ভালোবাসা আর সম্মানের জায়গায় বসবাস আপনাদের এসব বড্ড বেমানান।’’

স্ক্রীনশটটি পরীমনির ফেসবুক থেকে সংগৃহীত।

বাংলা চলচ্চিত্রের আরেক নায়িকা বুবলীর গত দুই তিনদিন ধরে একটি ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাস নিয়ে আলোচনার ঝড় বইছে। যেখানে বুবলী ক্ষিপ্ত হয়ে কাউকে ‘তুই’ ও ‘ছোটলোক’ বলে মন্তব্য করেন। পরীমনির গতকালের এই স্ট্যাটাস দেয়ার পর এটিকে বুবলীর স্ট্যাটাস পরবর্তী ঘটনাকে স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন অনেকে। তবে এ ব্যাপারে পরীমনি এখনো কিছু বলেন নি।