‘আমরা হলিউড মানের ছবি নির্মান করছি’ : সানি

450

ঢালিউডে এবার নির্মিত হতে যাচ্ছে সায়েন্স ফিকশন ও হরর মিশেলের ছবি ‘ডেঞ্জার জোন’। তরুণ নির্মাতা বেলাল সানি তার নির্মাণাধীন ‘ডেঞ্জার জোন’ ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে বলেন,’বাংলাদেশ কিংবা ভারতের কোথাও এ ধরনের ছবি তৈরি হয়নি।

মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে বর্ত্মানে এটির শ্যুটিং চলছে। সেখান থেকে এক সংবাদ মাধ্যমকে বেলাল সানি বলছিলেন, ‘আমি বাংলাদেশ ও ভারতে নির্মিত প্রায় সকল হরর ও সায়েন্স ফিকশন ছবিই দেখেছি। সে জায়গা থেকে বলছি এ কথা। আমরা হলিউড মানের কাজ করছি। ’সায়েন্স ফিকশন ও হররের মিশেলের ছবি ‘ডেঞ্জার জোন’-এ প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী ও জলি।

ছবিটিতে দেখা যাবে, বিশ্ববিদ্যালয়ের ছুটিতে কয়েকজন বন্ধু মিলে বেড়াতে যায়। ঘুরতে ঘুরতে তারা এমন জায়গায় আসে যেখানে প্রবেশ সরকারিভাবে নিষিদ্ধ। সেখান থেকে তারা জীবিত ফিরতে পারবে কি-না তা নিয়েই কাহিনী এগিয়ে যায়। আর ৪-৫ দিন শুটিং করলেই ছবির মূল দৃশ্য ধারণ শেষ হবে বলে জানান ছবিটির পরিচালক।

অনেক আত্মবিশ্বাসের সাথে বলা এই ছবিটি দর্শক মনে কতটুকু জায়গা নিতে সক্ষম হয় সেটাই এখন দেখার অপেক্ষা।