মাহিয়া মাহি (জন্ম: ২৭ অক্টোবর ১৯৯৩) একজন বাংলাদেশী অভিনেত্রী, মাহিয়া মাহির বাংলাদেশী চলচ্চিত্র শিল্পে ২০১২ সালের ৫ই অক্টোবর অভিষেক ঘটে ভালবাসার রঙ ছবির মাধ্যমে। এবং খুব অল্প সময়ের মধ্যে নাম্বার ওয়ান হিসাবে নিজেকে প্রমাণ করেন[ তিনি নাচোল উপজেলা, রাজশাহী বিভাগে জন্মগ্রহণ করেছেন, বর্তমানে নাম্বার ওয়ান মাহিয়া মাহী বাংলাদেশের সর্বচ্চো পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী | [embed]https://www.youtube.com/watch?v=PBN7cr2OCRs[/embed] মাহিয়া মাহি ১৯৯৩ সালের ২৭ অক্টোবর[৬] রাজশাহী, তানোর উপজেলা তে জন্মগ্রহণ করেন। ‘মাহিয়া মাহির’ পৈত্রিক নিবাস/আদি ভিটা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এবং সেখানেই তাঁর বাপ-দাদাসহ সকল পূর্বপুরুষের স্থায়ী বসবাস। তাঁর পিতার নাম আবু বকর এবং মাতার নাম দিলারা ইয়াসমিন। সিনেমা জগতের নাম ‘মাহিয়া মাহি’ হলেও তাঁর পারিবারিক নাম ‘শারমিন আকতার নিপা’। শৈশব-বাল্যজীবনের বেশির ভাগ কেটেছে নাচোল, মুন্ডুমালা, রাজশাহী এবং ঢাকাতে। ঢাকা উত্তরা হাই স্কুলে প্রাথমিক-মাধ্যমিক এবং ২০১২ সালে তিনি ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন।ছাত্রী হিসাবে খুবই মেধাবী একজন ছিলেন। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুটোতেই তার রেজাল্ট ছিল গোল্ডেন এ প্লাস। তিনি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়াশুনা করছেন। ২০১৬ সালে এসে সিলেটি ছেলেকে বিয়ে করেন। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে অভিষেক ঘটে, সে বছর তার একমাত্র সিনেমা ভালবাসার রঙ মুক্তি পায়। খুব কম বয়সে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে একজন জনপ্রিয় অভিনেত্রী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেন।