বস ২ সিনেমার বাক্স অফিস রিপোর্টস

605

বস ২ জ্বরে আক্রান্ত দুই বাংলা । এক কথায় বলতে গেলে বস ২ যেন টলিগঞ্জ ইন্ডাস্ট্রির জন্য অক্সিজেন হিসেবে কাজ করলো। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার মুভি যে মানুষের মনে দাগ কাটছে তা গত দুই বছরে শিকারী , বাদশা দা ডন , নবাব বা বস ২ দিয়েই বোঝা যায় । ভারতে বস ২ প্রায় দেড়শোর কাছাকাছি সিনেমাহলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে ও তা একই আছে। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, প্রথম সপ্তাহে ভারতের কলকাতায় এই মুভি ব্যবসা করেছে প্রায় দু’কোটির কাছাকাছি । এরপর দ্বিতীয় সপ্তাহে বস ২ মুক্তি পায় ভারতের অন্যান্য শহরে। এছাড়া বাংলাদেশের প্রযোজক আব্দুল আজিজ এর দাবি বাংলাদেশে বস২ ১১১ টি হলে মুক্তি পায় আর প্রথম দিন ২ কোটির ব্যবসা করেছে। দ্বিতীয় দিনে তা ১.৯ কোটি ও তৃতীয় দিনে তা ১.৬ কোটির কাছাকাছি ব্যবসা করেছে। দ্বিতীয় সপ্তাহে ও দৰ্শকদের বস ২ দেখার অপেক্ষায় প্রেক্ষাগ্রহে দেখা যায় । এখন অধিকাংশ ছবিই তিন থেকে চার কোটি টাকার বাজেট নিয়ে তৈরী হচ্ছে | সে ক্ষেত্রে বাংলাদেশ থেকে এই বড় অংকের ব্যবসা করে বস ২ এর প্রযোজক যে স্বস্তির নিঃশাস ফেলছেন তা বলা বাহুল্য নয়।

সংগ্রহ: এই সময়