‘রেইড’ দিয়ে অজয়ের বক্স অফিস আয়

254
ছবিঃ সংগৃহীত

গেল শুক্রবার মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত সিনেমা ‘রেইড’। বক্স অফিসে শুরুটা ভালো করেছে সিনেমাটি। এ বছর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে ‘রেইড’। ভারতের অনেক জনপ্রিয় গনমাধ্যমে ‘রেইড’ ছবিটি নিয়ে নেতিবাচক সমালোচনাই বেশি করেছিল। তবে সবকিছু ছাপিয়ে গিয়ে বক্স অফিসে ভালোই ব্যবসা করছে ‘রেইড’। মিডিয়া মহলে ‘রেইড’ সিনেমাটি নিয়ে খুব একটা হাইপ কিংবা প্রচার প্রচারনা, ভালো রিভিউ চোখে না পরলেও অজয় কিন্তু ঠিকই মুক্তির প্রথম দিন বাজিমাত করলেন।

একজন সৎ আয়কর কর্মকর্তার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। এতে সেই কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন অজয়। বক্স অফিস বিশ্লেষক তারাণ আদর্শ জানিয়েছেন, প্রথমদিনে অজয়ের রেইড আয় করেছে ১০.০৪ কোটি রুপি।

এ বছর প্রথমদিনে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ‘পদ্মাবত’ (১৯ কোটি রুপি)। এরপর রয়েছে অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ (১০.২৬ কোটি রুপি)। তৃতীয় স্থানে ‘রেইড’। চতুর্থ স্থানে রয়েছে ‘সোনু কে টিটু কি সুইটি’ (৬.৪২ কোটি রুপি)। এছাড়া তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আনুশকা শর্মার ‘পারী’ (৪.৩৬ কোটি রুপি)।

বক্স অফিসে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন অজয়। এর আগে তার সর্বশেষ দুই সিনেমা ‘বাদশাহো’ ও ‘গোলমাল এগেইন’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। বাদশাহো মাঝারি হিট তকমা পেলেও ২০০ কোটি রুপি আয় করে নেয় গোলমাল এগেইন।