প্রচারণায় ‘বাহুবলি’কে হারিয়ে দিচ্ছে দেবের ‘আমাজন অভিযান’

327

বাহুবলী সিরিজের রেকর্ডকে কোনও হিন্দি ছবি আদৌ টপকাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে ৷ এমন অবস্থায় কোনও বাংলা ছবির পক্ষে ‘বাহুবলী টু’-কে টপকানো অসম্ভব নয় কী? কিন্ত এবার সেই অসম্ভকে সম্ভব করতে মাঠে নেমেছেন দেব।

প্রযোজনা সংস্থা ‘এসভিএফ’-এর দাবি, বিনিয়োগের দিক থেকে টলিউডের সবচেয়ে বড় ছবি ‘অ্যামাজন অভিযান’-এর যে পোস্টার তাঁরা তৈরি করছেন, তা আকারে টপকে গিয়েছে ‘বাহুবলী’-র পোস্টারকেও৷ ৬০,৮০০ স্কোয়ার ফিটের এই পোস্টার শনিবার দেখতে পাওয়া যাবে মোহনবাগান ময়দানে৷ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গেই সে পোস্টার লঞ্চে উপস্থিত থাকবেন ছবির নায়ক দেব৷

কেমনভাবে তৈরি হল এই পোস্টার? প্রযোজনা সংস্থার দাবি, ১০০ ঘণ্টা ধরে তৈরি হয়েছে পোস্টার৷ গোটা রাত জেগে ৮০ জন মিলে সেই পোস্টার ইনস্টল করা হচ্ছে৷ পোস্টারের উচ্চতা ৯৭ মিটার৷ কীভাবে এই পোস্টার টেক্কা দিচ্ছে ‘বাহুবলী’-র পোস্টারকে? প্রযোজনা সংস্থার তরফে জানা যাচ্ছে, প্রায় ৯২০০ স্কোয়্যার ফুট বড় ‘অ্যামাজন অভিযান’-এর পোস্টার, ‘বাহুবলী’-র পোস্টারের তুলনায়৷ ‘সত্যিই এত বড়’ পোস্টার লঞ্চ করে গোটা দেশকে তাক লাগিয়ে দিচ্ছে একটি বাংলা ছবি৷

এমন পোস্টার তৈরি করে তাক লাগিয়ে দেওয়ার ভাবনা কার? প্রযোজক মহেন্দ্র সোনি জানাচ্ছেন, ‘আমাদের মার্কেটিং টিমের মাথায় ভাবনাটা আসে৷ আমরা এমন কিছু ভাবতে বলেছিলাম, যা আগে কখনও হয়নি৷ তারপর ওরা যে ভাবনাটা নিয়ে এল, সেটা সেরা৷ ভারতের সবচেয়ে বড় ফিল্মপোস্টার লঞ্চ করব, তা নিয়ে আমরা উত্তেজিত৷ যেটা ‘বাহুবলী’র পোস্টার রেকর্ডকেও টেক্কা দেবে৷ বিগেস্ট বেঙ্গলি ফিল্ম এভার মেড ডিসার্ভ দিস’৷

এ ব্যাপারে কী বলছেন দেব? ‘যখন নিজে ছবি প্রযোজনা করি, তখন চেষ্টা করি ছবির প্রচারে এমন কিছু করার, যা আগে কখনও হয়নি৷ ‘অ্যামাজন অভিযান’-এ এবার যেটা হচ্ছে, সেটা যে শুধু আগে কখনও হয়নি তা নয়, এটা বাংলা ছবির ইতিহাসেও থেকে যাবে৷ আমার গলা শুনেই বুঝতে পারছেন কতটা এক্সাইটেড’, এক নিঃশ্বাসে বলে গেলেন দেব৷

এরপর দেব যোগ করছেন, ‘বাংলা ছবিকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা সবাই মিলে, এটা ভেবেই ভালো লাগছে৷’ প্রসঙ্গত এই পোস্টার লঞ্চে পাশাপাশি পাওয়া যাবে প্রযোজক শ্রীকান্ত মোহতা আর নায়ক দেবকে, যাঁদের মান-অভিমান পর্ব ইদানীং টালিগঞ্জে চর্চার বিষয়৷

মুক্তির আগেই প্রচারনাতে যতটা চমক দিচ্ছে ‘আমাজন অভিযান’, ততটা চমক কি সিনেমাতেও থাকবে? জানতে হলে অপেক্ষা করতে হবে ২৫শে ডিসেম্বর পর্যন্ত।