শ্রীদেবী’র মৃত্যু নিয়ে যে প্রশ্ন গুলোর উত্তর এখনো জানা যায়নি!

177
ছবিঃ সংগৃহীত

২৪ ফেব্রুয়ারি শনিবার রাতে দুবাইর জুমাইরাহ এমিরেটস হোটেলে প্রয়াত হন বলিউড চাঁদনী শ্রীদেবী। তার মৃত্যু সংবাদ নিয়ে এখনোব্দি অনেক রহস্য তৈরি হয়েছে এবং এখনো মেলেনি অনেকগুলো প্রশ্নের উত্তর।

১) শ্রীদেবী দুবাইতে দুইদিন কেনো একাকী ছিলেন?

২) বনি কাপুর ইন্ডিয়াতে ২১ শে ফেব্রুয়ারিতে একা কেনো ফিরেছিলেন?

৩) ২৪ শে ফেব্রুয়ারি বনি ফের কেনো দুবাই গেলেন?

৪) যদি বাথটাবে ডুবেই মৃত্যু হয়ে থাকে তাহলে লোকমহলে কেন আগে বলা হলো হার্ট অ্যাটাকের কারনে তিনি মারা গেছেন?

৫) ফরেনসিক রিপোর্ট কেনই এত আনপ্রফেশনাল ছিলো? ফরেনসিক রিপোর্টে অনেকগুলো ভুল তথ্য রয়েছে। যেমন ‘ইন্ডিয়ান’ এর জায়গায় ‘ইন্ডিয়া’ লিখা রয়েছে।

৬) শ্রীদেবীর স্বামী বনি কাপুর শনিবার সন্ধ্যা ৬.২৫ এর দিকে বাথরুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করলে পুলিশকে কেন ৯টার সময় খবর দেওয়া হলো?

৭) ফরেনসিক রিপোর্ট কেন ফরেনসিক ডিপার্টমেন্টের কাউকে দিয়ে স্বাক্ষর না করিয়ে কেনইবা প্রতিষেধক মেডিসিন পরিচালককে দিয়ে স্বাক্ষর করানো হলো?

৮) ফরেনসিক রিপোর্টে ডুবে যাওয়াকে কেনই বা দুর্ঘটনাজনিত বলা হলো?

৯) পুলিশকে খবর দেওয়ার বদলে প্রথমে কেন তাঁর কোনো বন্ধুকে ফোন করেছিলেন বনি কাপুর?

১০) হোটেলের জরুরিকালীন অবস্থার সহায়তা কেন বনি কাপুর নেননি?

১১) শ্রীদেবীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা প্রথমে কে বলেছিলেন?

১২) শেষ ৪৮ ঘণ্টায় একই নম্বরে একাধিকবার ফোন কেন?