ফিল্মফেয়ারে চিরকুট ও জয়া আহসান। StarGolpo.com

210
ছবিঃ সংগৃহীত

ফের জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে (পূর্ব) মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। ‘বিসর্জন’ ছবির জন্য তিনি সমালোচক এবং জনপ্রিয়—দুই ক্যাটাগরিতেই ‘সেরা অভিনেত্রী’র মনোনয়ন পেয়েছেন। বাংলাদেশ থেকে এবার আরও মনোনয়ন পেয়েছেন চিরকুটের সুমী ও পাভেল আরীন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির ‘আহারে জীবন’ গানের জন্য সেরা সংগীতশিল্পীর (মহিলা) মনোনয়ন পেয়েছেন সুমী আর একই ছবির আবহসংগীতের জন্য মনোনয়ন পেয়েছেন পাভেল আরীন।

১৭ ফেব্রুয়ারি বিকেলে কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে ‘জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (পূর্ব) ২০১৮’ প্রদান করা হবে। এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘শিল্পী সত্তার ক্ষুধা মেটানোর জন্য আমি কাজ করি। এর যে প্রাপ্তি, তার জন্য খুব বেশি উচ্ছ্বসিত হইনি, না পেলেও এর জন্য বিমর্ষিত হয়ে পড়িনি। আমি মনে করি, একজন শিল্পীর সব সময় এই স্ট্যান্ড থাকা উচিত। এতে নিজেকে সামাল দেওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে, দেশের বাইরে কাজ করে এ রকম একটা শক্ত প্রতিযোগিতায় কোনোভাবে আমার নামটা থাকছে, এটা অনেক বড় সম্মান। এ জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই, অবশ্যই আমার দেশের জনগণ, যাঁরা আমাকে তৈরি করেছেন, সব দর্শককেও। একই সঙ্গে আমার ভারতবর্ষের দর্শক ও অনুসারীকে, যাঁরা আমাকে কাজ করে নিজেকে প্রমাণের সুযোগ দিয়েছেন। তাঁদের সবার কাছে কৃতজ্ঞ।’

সমালোচক বিভাগে জয়া আহসানের সঙ্গে মনোনয়ন পেয়েছেন অর্পিতা চ্যাটার্জি (চিত্রকর), ইশা সাহা (প্রজাপতি বিস্কুট), সোহিনী সরকার (দুর্গা সহায়)। আর জনপ্রিয় বিভাগে মনোনয়ন পেয়েছেন ইশা সাহা (প্রজাপতি বিস্কুট), রুক্মিণী মৈত্র (ককপিট), স্বস্তিকা মুখার্জি (অসমাপ্ত), সোহিনী সরকার (বিবাহ ডায়েরিজ)।

জয়া আহসান আরও বলেন, ‘আমার ভালো লাগার জায়গা হলো, বাংলাদেশ ও ভারতবর্ষের একটু একটু মাটি খুঁড়তে খুঁড়তে, সাগরপাড় থেকে শামুক-ঝিনুক, মণি-মুক্তা সংগ্রহ করতে করতে আমার শাড়ির কোঁচড়টা অনেকখানি ভরে গেছে। আর এ জন্য আমাকে ধৈর্য রাখতে হয়েছে। একই সঙ্গে কাজটাকেও ভালোবাসতে হয়েছে। মনোনয়ন পেয়েছি, তা অনেক সম্মানের। এটাই অনেক গুরুত্বপূর্ণ। পুরস্কার না পেলেও কষ্ট পাব না। পেলে খুশি হব। আমি এরই মধ্যে প্রমাণ পেয়ে গেছি, যে ছবির জন্য মনোনয়ন পেয়েছি, সেটি সর্বজনস্বীকৃত। ভারতের সর্বোচ্চ সম্মান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ছবিটি।’

এবার ফিল্মফেয়ারে জয়া আহসানের পাশাপাশি চিরকুটের সুমী ও পাভেল আরীন মনোনয়ন পেয়েছেন। জনপ্রিয় এই ব্যান্ডের অন্যতম সদস্য সুমী বলেন, ‘আমরা সকালেই খবরটি পেয়েছি। বন্ধুরা ফোন করে অভিনন্দন জানাচ্ছেন। ভক্তরা ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা এখন ঢাকায় ফিরছি। সবার ভালোবাসায় সিক্ত হচ্ছি। খুব ভালো লাগছে। যদিও এখানে সেরা সংগীতশিল্পী হিসেবে আমাকে আর সেরা আবহসংগীতের জন্য পাভেলকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু আমি বলব, এই দুটি মনোনয়নই পেয়েছে চিরকুট। “ডুব” ছবির জন্য কাজ করেছে চিরকুট।’

আরো পড়ুন কোয়েল মল্লিককে হটিয়ে জয়া আহসান

সুমী আরও বলেন, ‘চিরকুট ভারতের ফিল্মফেয়ার পুরস্কারের মতো বড় আসরে মনোনয়ন পেয়েছে, এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। এটাই পুরস্কার!’

পাভেল আরীন বলেন, ‘দেশের দর্শকেরা চিরকুটের কাজ পছন্দ করছে, এটা আমরা জানি। দেশের বাইরে যখন গানের কাজে বের হই, তখনো আমাদের কাজ নিয়ে সেখানে গানপাগল মানুষের ভালোবাসার কথা জানতে পারি। ভারতের ফিল্মফেয়ারের মতো বড় আসরে “ডুব” ছবির আবহ সংগীতের জন্য মনোনয়ন পেয়েছি, এটা চিরকুটের সবার জন্য আনন্দের ও অনুপ্রেরণার। আমরা বাংলাদেশের গান বিশ্বে ছড়িয়ে দিতে চাই।’

‘ডুব’ ছবির জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন ইরফান খান এবং সেরা চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলাম।