দুই বাংলার সিনেমায় নিয়মিত অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি টলিগঞ্জে ‘বিসর্জন’ নামে একটি সিনেমায় অভিনয় করে পুরস্কৃত হয়েছেন। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এ সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে।
সিনেমাটি এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের স্বত্তাধিকারী ইফতেখার উদ্দিন নওশাদ।
ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘ওপার বাংলায় প্রশংসিত সিনেমা ‘বির্সজন’ বাংলাদেশে মুক্তি দিতে চাচ্ছি। সাফটা চুক্তির মাধ্যমে এটি বাংলাদেশে মুক্তি দিব। ইতোমধ্যে কাগজপত্র জমা দিয়েছি। খুব শিগগির অনুমতি পাব বলে আশা করছি।’
গত বছরের ১৪ এপ্রিল কলকাতায় মুক্তি পায় সিনেমাটি। মুক্তির এতদিন পর বাংলাদেশে মুক্তি পেলে দর্শক কতটা গ্রহণ করবে এমন প্রশ্নের জবাবে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘সিনেমাটি ওপারে খুব জনপ্রিয়তা পেয়েছে। মুক্তির পর এপারের দর্শক হয়তো সিনেমাটি ইউটিউবে দেখেছেন। কিন্তু বড় পর্দায় দেখেননি। আশা করছি, বাংলাদেশের দর্শক সিনেমাটি দেখবেন।’
ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় জয়া অভিনীত ‘বিসর্জন’ সিনেমাটি। শ্রেষ্ঠ বাংলা সিনেমা বিভাগে এ পুরস্কার জিতেছে। এতে জয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি।