২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অক্ষয় কুমারের নতুন চলচ্চিত্র ‘প্যাডম্যান’। কিন্তু সঞ্জয় লীলা বানসালির অনুরোধে ‘পদ্মাবত’ ছবির খাতিরে পেছানো হয় ‘প্যাডম্যান’। এদিকে বলিউডের ড্যাশিং হিরো সিদ্ধার্ত মালহোত্রার দেশাত্নক ছবি ‘আইয়ারি’ ভারতের ‘রিপাবলিক ডে’ ২৬ জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা ‘পদ্মাবত’ ও ‘প্যাডম্যান’ সংঘর্ষে নিজেদের ফ্যানক্রেজ কমে যাওয়ার ভয়ে ৯ ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার ঘোষনা দেয়। কিন্তু বিধি বাম শুক্রবার ৯ ই ফেব্রুরায়ারি একই দিনে রিলিজ পাবে শক্তিমান অভিনেতা অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’।
একের পর এক সমাজ সচেতনতা মূলক চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন অক্ষয়। অক্ষয়ের নতুন চিন্তা ভারতের যৌতুক প্রথা নিয়ে চলচ্চিত্রে কাজ করার। ‘প্যাডম্যান’ চলচ্চিত্রে গোলাপী অন্তর্বাসের সাথে স্যানিটারি ন্যাপকিন পরে একটুও লজ্জিত নন তিনি। ‘প্যাডম্যান’ মুক্তির পর অক্ষয় কাজ শুরু করবেন তাঁর নতুন পরিকল্পনা নিয়ে। ‘প্যাডম্যান’ ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। আরও থাকছেন সোনম কাপুর ও রাধিকা আপ্তে।
এদিকে ‘বেবী’ ছবির পরিচালক নিরাজ পান্ডের পরিচালনায় ‘আইয়ারি’ ছবিতে অভিনয় করেছে সিদ্ধার্থ মালহোত্রা। ক্রাইম ড্রামা ভিত্তিক এ ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ছবিটিতে আরো অভিনয় করেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপায়ী। ছবিটির বাজেট ৪০ কোটি রুপি।
এখন দেখার পালা হচ্ছে প্রেক্ষাগৃহে ‘প্যাডম্যান’-এর সচেতনতা ছড়াবে নাকি ‘আইয়ারি’ দেশভক্তি জাগাবে।