সঞ্জয়লীলা বানশালী পরিচালিত বিতর্ক ‘পদ্মাবত’ সিনেমা নিয়ে চারিদিকে হৈহৈরৈরৈ কাণ্ড। এরই মধ্যে ‘পদ্মাবত’ নিয়ে ভারতজুড়ে সহিংসতা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে দেশটির কট্টরপন্থী করণী সেনা সংগঠনের জাতীয় সম্পাদক সুরজলাল আমুকে। আদালতের নির্দেশে এরই মধ্যে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার সুরজলালকে হরিয়ানার গুরুগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। সহিংসতার সময় তাকে একবার জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। পুলিশ জানায়, দেশব্যাপী সহিংসতায় উস্কানির প্রাথমিক সত্যতা মেলায় করণী সেনার এই নেতাকে আটক করা হয়েছে। আপাতত ৩১ জানুয়ারি পর্যন্ত তাকে হাজতে থাকতে হচ্ছে।
এর আগে তিনি নায়িকা দীপিকা পাড়ুকোনের মাথার দাম নির্ধারণ করেছিলেন। এও বলেছিলেন, শেষ পর্যন্ত ছবিটি মুক্তি দেওয়া হলে প্রতিবাদে নিজের লম্বা দাড়ি কেটে ফেলবেন।
‘পদ্মাবত’ মুক্তির আগে মঙ্গলবার রাত থেকে বুধবার দিনব্যাপী ভারতের বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। সে সময় ঘটনাস্থল থেকে শতাধিক করণী সেনা কর্মীকে আটক করা হয়।