ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানি সানোয়ারের লেখা গল্প ও দীপঙ্কর দীপনের পরিচালনায় আগামী ৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে আলোচিত মুভি “ঢাকা অ্যাটাক”। শুরু থেকেই ছবিটি ছিল সকলের আগ্রহের শীর্ষে। আজ আমরা আপনাদের দিচ্ছি ৫ টি কারন, যা ঢাকা অ্যাটাক সিনেমাটিকে করেছে অন্য সিনেমাগুলো থেকে আলাদা।

১. কপ থ্রিলার নিয়ে একেবারেই কাজ করা হয় না বাংলা সিনেমা জগতে। অথচ সিনেমাপ্রেমীদের কাছে কপ থ্রিলার খুবই পছন্দের একটা সাবজেক্ট। তাই প্রথমবারের মতন পুলিশ জীবনের চ্যালেঞ্জ, স্যাক্রিফাইস আর প্রতিটা মিশনে যে রিস্ক নিয়ে পুলিশ বাহিনীকে কাজ করতে হয় তা সাধারণ মানুষের খুব কাছে নিয়ে আসছে ঢাকা অ্যাটাক।

২. ওয়ার্নিং আর অগ্নির পর আবারো জনপ্রিয় জুটি শুভ-মাহিকে যাবে ঢাকা অ্যাটাক মুভিতে। ২০১৬ সালে আয়নাবাজিতে আরেফিন শুভর গেস্ট এপিয়ারেন্স এর সেই চমক তো সবারই মনে আছে। ঢাকা অ্যাটাক মুভিতে আবার সেই কপ চরিত্রে জনপ্রিয় আরেফিন শুভকে এবার বম্ব ডিসপোজাল স্পেশালিস্ট হিসেবে দেখার অপেক্ষায় মুখিয়ে আছে তার সকল ভক্তরা। আর এই সিনেমার মধ্যে দিয়েই আবার অ্যাকশন থ্রিলার ছবিতে ফিরছে অগ্নিকন্যা মাহিয়া মাহি। কীভাবে একটা সিরিয়াল কিলিং কেসে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তা উপস্থাপন করেছে মাহিয়া মাহি। ছবিতে মাহিয়া মাহি একজন করে ক্রাইম রিপোর্টার। আর পরিচালক দীপংকর দীপনের সাথে কথা বলে জানা যায় এ ছবিতে মাহির চরিত্রে থাকবে একটা বিশেষ চমক।

৩. সিরিয়াল কিলিং নিয়ে একটা দুর্দান্ত স্টোরির আভাস আর অতীতের শক্তিমান অভিনেতা ও বর্তমানের সম্ভাবনাময় অভিনেতাদের মিশেল ছবিটির প্রতি আকর্ষণ বাড়িয়েছে আরো।এ ছবির মাধ্যমে আমরা আবারো আফজাল আহমেদ আর আলমগীরকে একসাথে দেখতে পাব। এ ছবিতে নতুন জুটি হিসেবে এ বি এম সুমন আর নওশাবাকে পাবে দর্শক আর পরিচালক দীপংকরের মতে তাদের চরিত্র আর অভিনয় শৈলী এই ছবি কে নিয়ে যাবে এক ভিন্ন মাত্রায়।

৪. ভিলেন রোল কে করেছে তা নিয়ে দারুন একটা চমকের অপেক্ষায় আছে দর্শকেরা। ভিলেনের চেহারা ট্রেইলারে দেখা না গেলেও তার দুর্দান্ত এক হাসির ঝলকে ইতিমধ্যেই দারুন আগ্রহ তৈরী হচ্ছে দর্শক মহলে।  সিনেমায় “হাসনাত” নামের এই ভিলেনের পরিচয় নিয়ে সাসপেন্স থাকবে শেষ পর্যন্ত। পরিচালকের ভাষায়, “সে চোখের সামনে থাকবে কিন্তু দেখা যাবে না। আর মূল গল্পের পাশাপাশি চলবে একটা প্যারালাল গল্প, যা আপনাকে ভাবাবে।”

৫. এই ছবিটিতে বিশ্বখ্যাত মিউজিশিয়ানদের দিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আর মিউজিকের কিছু কাজ করানো হয়েছে। থ্রিলার গল্পের এই ছবিতে দেশি-বিদেশি আর্টিস্টদের মেলোডি গান যেমন- অরিজিত সিংকে দিয়ে গান গাওয়ানো, দারুন লোকেশনে গানের শুটিং আর শুভ মাহির রোমান্স যা ঢাকা অ্যাটাকের বাণিজ্যিক দিগকে ফুটিয়ে তুলেছে যথাযথভাবে। আর সিনেমাটোগ্রাফি আর এডিটিং এ ব্যবহার করা হয়েছে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি, যা দর্শকে ছবিটায় ধরে রাখবে বলে আশা করা যায়।

পরিচালকের ভাষায়, “দর্শকেরা সিনেমাটি একবার দেখার পর দ্বিতীয়বার দেখার কারন খুঁজে পাবে”। এবার দেখার পালা, প্রত্যাশার চাপে থাকা ঢাকা অ্যাটাক দর্শকের মনে আর বক্স অফিসে কতটা ঝড় তোলে।